চতুর্থ স্থানে ভারত। ছবি: রয়টার্স
টোকিয়ো অলিম্পিক্সে চতুর্থ স্থানে করলেন রানি রামপালরা। ৪১ বছর পর ফের চতুর্থ স্থানে ভারত। ছেলেদের হকি দল ব্রোঞ্জ জিতলেও চতুর্থ স্থানেই থামতে হল রানিদের। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৩-৪ গোলে হারতে হল ভারতকে।
ব্রোঞ্জের ম্যাচে হেরে গেলেও সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিলেন রানিরা। গত বারের সোনাজয়ী গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে এক সময় ০-২ গোলে পিছিয়ে গিয়েছিল ভারত। তবে কখনও লড়াই ছাড়েনি ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে দুই গোল হজম করলেও তিন গোল করে ফিরে আসে দল।
রানিদের এই লড়াইকেই সম্মান জানাচ্ছেন সমর্থকরা। গ্রেট ব্রিটেন একাধিক পেনাল্টি কর্নার পেলেও গোল করতে দেননি সবিতারা। তবে শেষ রক্ষা হয়নি। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ৩-৪ গোলে হারতে হয় রানিদের।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
রানিদের এই লড়াই আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে তা বলাই বাহুল্য। টোকিয়ো অলিম্পিক্সে ভারতের দুই হকি দলের সাফল্য দেশে হকি নিয়ে উৎসাহ বাড়িয়ে দিয়েছে বহু গুণ।