মীরাবাইয়ের প্রশংসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অলিম্পিক্সে ভারতের ইতিহাসে ভারোত্তোলন বিভাগে দ্বিতীয় পদক বলে কথা। স্বভাবতই মীরাবাই চানুকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মীরাবাইয়ের কীর্তিতে তিনি যে গর্বিত সেটা টুইটারে জানিয়ে দিলেন ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে দেশকে পদক এনে দেওয়ার জন্য তোমাকে শুভেচ্ছা মীরাবাই। তোমার সাফল্যে আমরা গর্বিত। আশা করি তোমার এই কীর্তি বাকিদের আত্মবিশ্বাস বাড়াবে।’
শনিবার মীরাবাইয়ের হাত ধরে ভারতের ঝুলিতে প্রথম পদক এল। এর আগে কর্নম মালেশ্বরী ভারোত্তোলনে দেশকে পদক এনে দিয়েছিলেন। ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ব্রো়ঞ্জ জিতেছিলেন মালেশ্বরী। মহিলাদের ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ এসেছিল তাঁর হাত ধরে।