মীরাবাই চানুকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি - টুইটার
চলতি টোকিয়ো অলিম্পিক্সের প্রথম পদক জয় বলে কথা। মীরাবাই চানুর হাত ধরে রুপো জিতল ভারত। স্বভাবতই তাঁর প্রশংসায় গোটা দেশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ‘এর চেয়ে ভাল শুরু হতেই পারে না। মীরাবাই চানু তোমার জন্য গোটা দেশ গর্বিত। টোকিয়ো অলিম্পিক্সে রুপো জেতার জন্য তোমাকে অভিনন্দন জানাই। তোমার সাফল্য গোটা দেশের সাধারণ মানুষকে উজ্জীবিত করবে।’
পদক জয়ের পর মীরাবাই চানু। ছবি - টুইটার
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘ভারোত্তোলনের মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দেওয়ার জন্য তোমাকে অনেক অভিনন্দন। আরও এগিয়ে যাও।’
২৬ বছর বয়সি চানু তাঁর ৪৯ কিলো বিভাগে অন্যতম ফেভারিট হিসেবেই শুরু করেছিলেন। ভারতের পদক জয়ের আশা পূর্ণ করলেন তিনি।
তাই তাঁকে শুভেচ্ছা জানালেন অভিনব বিন্দ্রা, দীপা কর্মকার, যোগেশ্বর দত্ত, হিমা দাসের মতো ক্রীড়াবিদরা। সচিন তেন্ডুলকর, সুনীল ছেত্রীর মতো ক্রীড়াবিদরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।