অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ কুমারের জন্ম হরিয়ানার পানিপত জেলার খান্দ্রা গ্রামে। ১৯৯৭ সালের ২৪ ডিসেম্বর ছিল বুধবার। রাশি মকর।
৫ ফুট ১১ ইঞ্চির নীরজের ডাক নাম নিজ্জু। তিনি নিরামিষাশী। ২৪ বছরের নীরজ এখনও অবিবাহিত।
বাবা সতীশ কুমার চোপড়া কৃষক। মা সরোজ দেবী। বোন সঙ্গীতা ও সরিতা। যৌথ পরিবারে থাকেন। মোট ১৭ জন সদস্য।
চণ্ডিগড়ের ডিএভি কলেজে নীরজের পড়াশোনা। স্নাতক হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে।
যে ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন, সেই জ্যাভলিনে নীরজের প্রিয় থ্রোয়ার জ্যান জেলেজনি।
রকি সিরিজের সিনেমা দেখতে পছন্দ করেন। প্রিয় অভিনেতা অক্ষয় কুমার। পছন্দের তালিকায় রয়েছে ভার্চুয়াল গেমস খেলা। প্রিয় ভার্চুয়াল গেমস জ্যাভলিন মাস্টার ২, ব্রাদার্স ইন আর্মস, অ্যাসফালটেট।
বাইকে চড়ে ঘুরতে ভালবাসেন। হার্লে ডেভিডসন মোটরবাইক রয়েছে। জীব-জন্তু খুব প্রিয়। মাঝেমধ্যেই নেট মাধ্যমে তাদের নিয়ে ছবি দেন।
২০১৭ সালে ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার হিসেবে যোগ দেন।
২০১৬ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর নীরজকে নেট মাধ্যমে অভিনন্দন জানান ক্যাটরিনা কাইফ ও ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ।
২০২০ সালের ৩১ মার্চ করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ২ লক্ষ টাকা দেন।
২০১৮ সালে অর্জুন পুরস্কার পান।