বজরং পুনিয়া। ফাইল ছবি
শয়নে-স্বপনে এখন শুধুই টোকিয়ো অলিম্পিক্স। তাই নিজের যাবতীয় নেটমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন বজরং পুনিয়া। ভারতের এই কুস্তিগীর জানিয়েছেন, অলিম্পিক্স শেষ হলে ফের তা চালু করবেন। প্রস্তুতির কারণেই যে এই সিদ্ধান্ত, সেটা সাফ জানিয়েছেন তিনি।
সোমবার নিজের টুইটারে একটি বার্তা পোস্ট করেন বজরং। হিন্দিতে যা লিখেছেন তা হল, “আমি আজ থেকে সমস্ত নেটমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। অলিম্পিক্সের পরেই আপনাদের সঙ্গে দেখা হবে। আশা করি আমাকে একইরকম ভাবে ভালবেসে যাবেন আপনারা। জয় হিন্দ।”
৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে প্রতিনিধিত্ব করেন বজরং। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ২০১৯-এর সেপ্টেম্বরেই টোকিয়ো অলিম্পিক্সের টিকিট পেয়ে গিয়েছিলেন তিনি। শেষ বার ২০২০-র ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে দেখা গিয়েছিল তাঁকে। সেটাই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ইভেন্ট।