Today’s Sports Events

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ় জয়ের সামনে ভারত, মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ

আজ ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। জিতলেই সিরিজ় ভারতের। মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। রয়েছে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট এবং ভারত-অস্ট্রেলিয়ার ছোটদের টেস্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ০৬:৫৬
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। জিতলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ় জিতে যাবে ভারত। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ। বিপক্ষে শ্রীলঙ্কা। এই ম্যাচে হেরে গেলে প্রতিযোগিতায় টিকে থাকা অত্যন্ত কঠিন হবে হরমনপ্রীত কউরের দলের। রয়েছে পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্ট এবং ভারত-অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের চার দিনের টেস্ট।

Advertisement

এক ম্যাচ বাকি থাকতেই কি ভারত টি২০ সিরিজ়ে হারাবে শান্তর বাংলাদেশকে?

আজ ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তিন ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচ জিতেছেন সূর্যকুমার যাদবেরা। ফলে আজ জিতলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ় জিতে যাবে ভারত। দিল্লিতে খেলা শুরু সন্ধ্য ৭টা থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ, শ্রীলঙ্কার কাছে হারলেই পরিস্থিতি কঠিন হবে

গ্রাফিক: সনৎ সিংহ।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ। বিপক্ষে শ্রীলঙ্কা। এই ম্যাচে হেরে গেলে প্রতিযোগিতায় টিকে থাকা অত্যন্ত কঠিন হবে হরমনপ্রীত কউরের দলের। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। তার আগে বিকেল ৩:৩০ থেকে রয়েছে দক্ষিণ আফ্রিকা-স্কটল্যান্ড ম্যাচ। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্ট, মাসুদদের জবাব দিচ্ছেন রুটরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৫৬ রান তুলেছে পাকিস্তান। আবদুল্লা শফিক, শান মাসুদের পর শতরান করেছেন সলমন আঘা। তাঁদের বড় রানের জবাব দিচ্ছেন জো রুটরাও। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ১ উইকেটে ৯৬। আজ তৃতীয় দিনের খেলা শুরু সকাল সাড়ে ১০টা থেকে। দেখা যাবে ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে।

টেস্টে ভারতের ছোটদের বিরুদ্ধে বড় সমস্যায় পড়ল অস্ট্রেলিয়া

চলছে ভারত এবং অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের চার দিনের টেস্ট। প্রথমে ব্যাট করে ভারত ৪৯২ রান তুলেছে। জবাবে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের শেষে সমস্যায়। তারা ৩ উইকেটে ১৪২ রান তুলেছে। আজ তৃতীয় দিনের খেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement