—ফাইল চিত্র।
নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম হওয়ার পরে ভারতীয় দলে হতাশা বেড়ে গিয়েছে। অস্ট্রেলিয়া সফরের আগে এই হার জোর ধাক্কা দিয়েছে বলে মনে করা হচ্ছে। সেই ধাক্কা কাটিয়ে কী ভাবে ভারত ঘুরে দাঁড়াতে পারে সেই খবরের দিকে নজর থাকবে।
আইপিএলের মহা নিলামের আগেও বিভিন্ন দলের অঙ্ক কষার পালা চলছে। সেই খবরের দিকে নজর থাকবে। আজ আইএসএলে জামশেদপুরের কাছে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ থাকছে। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের এক দিনের সিরিজ়ও শুরু হচ্ছে সোমবার থেকে।
নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম হওয়া ভারতীয় দলের খবর
নিউ জ়িল্যান্ডের কাছে তিনটি টেস্টেই হেরে চুনকাম হয়েছে ভারত। তবে সেই হারের ধাক্কা কাটানোর জন্য বেশি সময় পাবে না তারা। এই মাসেই শুরু হবে অস্ট্রেলিয়া সফর। কয়েক দিন পরেই দল উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। তার আগে ভারতীয় দল কী ভাবে প্রস্তুতি নিচ্ছে সেই সংক্রান্ত খবরের দিকে চোখ থাকবে।
আইপিএলের নিলামের আগে কোন দল কী পরিকল্পনা করছে, থাকছে সেই খবর
গ্রাফিক: সনৎ সিংহ।
আইপিএলের মহা নিলামের আগে প্রতিটি দলই তাদের ‘রিটেনশন’ তালিকা জানিয়ে দিয়েছে। নিলামে কাকে কাকে নেওয়া হবে তা নিয়ে প্রতিটি দলের অন্দরেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। সেই সংক্রান্ত খবরে চোখ থাকবে।
আইএসএলে জামশেদপুর খেলবে চেন্নাইয়িনের সঙ্গে
আগের ম্যাচে হেরে গিয়েছে জামশেদপুর পয়েন্ট তালিকায় খানিকটা পিছিয়ে পড়েছে। সোমবার তারা ঘরের মাঠে খেলবে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে। জিততে পারলে মোহনবাগানকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা। সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্পোর্টস ১৮-৩ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান প্রথম এক দিনের ম্যাচ
দেশের মাটিতে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ়ে হারানোর পর আবার নামছে পাকিস্তান। তবে এ বার বিদেশের মাটিতে অন্য ফরম্যাটে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচের প্রথমটি সোমবার। সকাল ৯টা থেকে শুরু খেলা। দেখা যাবে স্টার স্পোর্টস ১ চ্যানেল এবং হটস্টার অ্যাপে।