—ফাইল চিত্র।
পরশু থেকে শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট। প্রথম দু’টি ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ় হেরেছে রোহিত শর্মার দল। দীর্ঘ ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ় হেরেছে ভারত। শেষ টেস্টে জিতে কিছুটা মুখরক্ষা করতে পারবেন রোহিতেরা? ভারতীয় দলের সব খবর। আইএসএলে ১১ দিন পর আজ আবার নামছে মোহনবাগান। হায়দরাবাদ এফসিকে হারালে দিমিত্রি পেত্রাতোসেরা দ্বিতীয় স্থানে উঠে আসবেন। থাকছে আইপিএলের খবর।
শেষ টেস্ট জিতে মুখরক্ষা করতে পারবে ভারত? দলের সব খবর
পরশু থেকে শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট। তিন ম্যাচের সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ় হেরেছে রোহিত শর্মার দল। দীর্ঘ ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ় হেরেছে ভারত। শেষ টেস্টে জিতে কিছুটা মুখরক্ষা করতে পারবেন রোহিতেরা? ভারতীয় দলের সব খবর।
ডার্বি জেতার ১১ দিন পর নামছে মোহনবাগান, হায়দরাবাদকে হারিয়ে দ্বিতীয় স্থানে ওঠার লক্ষ্যে পেত্রাতোসেরা
গ্রাফিক: সনৎ সিংহ।
আইএসএলে ১১ দিন পর আজ আবার নামছে মোহনবাগান। ডার্বি জেতার পর আইএসএলে এই প্রথম নামছে সবুজ-মেরুন। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। এটি দিমিত্রি পেত্রাতোসদের অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচ জিতলে জামশেদপুরকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে মোহনবাগান। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
রাত পোহালেই আইপিএলের ‘রিটেনশন’ ঘোষণা, সব খবর
রাত পোহালেই আইপিএলের ‘রিটেনশন’ ঘোষণা। অর্থাৎ বড় নিলামের আগে কোন দল কাদের ধরে রাখছে, তা জানা যাবে কাল। আইপিএলের সব খবর।
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনের খেলা
শুরু হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফলে তাদের সিরিজ় হারার ভয় নেই। অন্য দিকে সিরিজ়ে সমতা ফেরাতে হলে বাংলাদেশকে এই ম্যাচ জিততেই হবে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে।