Today’s Sports Events

রোহিতদের প্রস্তুতি ম্যাচ, রয়েছে মোহনবাগানের ম্যাচ, ছোটদের ভারত-পাক ক্রিকেট, আর কী কী

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের আগে আজ থেকে শুরু হচ্ছে রোহিতদের প্রস্তুতি ম্যাচ। আইএসএলে মোহনবাগানের খেলা। ছোটদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান মহারণ। রয়েছে আর্সেনাল, বার্সেলোনার খেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ০৭:০৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের আগে আজ থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচও গোলাপি বলেই খেলা হবে। ক্যানবেরায় দু’দিনের ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ।

Advertisement

আইএসএলে আজ আবার নামছে মোহনবাগান। যুবভারতীতে সবুজ-মেরুনের সামনে চেন্নাইয়িন। জিতলেই পয়েন্ট তালিকায় আবার শীর্ষে চলে যাবে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসের দল। আজ ছোটদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচ দিয়েই অভিযান শুরু করছে দুই দেশ। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও স্প্যানিশ লিগে বার্সেলোনার খেলা।

ভারতের প্রস্তুতি ম্যাচ শুরু, কেমন খেললেন রোহিতেরা

Advertisement

আজ থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের আগে এই ম্যাচও গোলাপি বলেই খেলা হবে। ক্যানবেরায় দু’দিনের ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ। রোহিত শর্মা, শুভমন গিল এই ম্যাচে খেলবেন। খেলা শুরু সকাল ৯:১০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

আইএসএলে আজ নবম ম্যাচে নামছে মোহনবাগান, জিতলে আবার শীর্ষে চলে যাবেন দিমিরা

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে আজ আবার নামছে মোহনবাগান। সবুজ-মেরুনের এটি নবম ম্যাচ। জিতলেই পয়েন্ট তালিকায় আবার শীর্ষে চলে যাবে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসের দল। যুবভারতীতে মোহনবাগানের সামনে আজ চেন্নাইয়িন। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। তার আগে রয়েছে মুম্বই-হায়দরাবাদ ম্যাচ। এই ম্যাচ বিকেল ৫টা থেকে। দু’টি খেলাই দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ, ছোটদের এশিয়া কাপে

ক্রিকেট মাঠে বড়দের ভারত-পাকিস্তান ম্যাচ কবে হবে, কোনও নিশ্চয়তা নেই। আজ ছোটদের এশিয়া কাপ ক্রিকেটে দুই দেশের মহারণ। এই ম্যাচ দিয়েই অভিযান শুরু করছে দুই দেশ। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচ সকাল ১০:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল, লা লিগায় বার্সেলোনার খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রয়েছে আর্সেনালের খেলা। লা লিগায় খেলবে বার্সেলোনা। আর্সেনালের সামনে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। খেলা রাত ১১টা থেকে। ইপিএলে এছাড়াও রয়েছে উলভস-বোর্নমাউথ, ক্রিস্টাল প্যালেস-নিউক্যাসল, নটিংহ্যাম ফরেস্ট-ইপসউইচ, ব্রেন্টফোর্ড-লিস্টার সিটি ম্যাচ। চারটি ম্যাচই রাত ৮:৩০ থেকে। খেলা দেখা যাবো স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে। স্প্যানিশ লিগে বার্সেলোনার খেলা লাস পামাসের সঙ্গে। এই ম্যাচ সন্ধ্যা ৬:৩০ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement