Today’s Sports Events

আবার পদক জয়ের সামনে মনু, রয়েছে বাইলসের প্রথম সোনা জয়ের সুযোগ, সূর্যরা কি ৩-০ করতে পারবেন?

অলিম্পিক্সে পদক জয়ের সামনে মনু। হকিতে ভারত-আয়ারল্যান্ড। জিমন্যাস্টিক্সে প্রথম পদক জয়ের লক্ষ্যে বাইলস। ক্রিকেটে শ্রীলঙ্কাকে ৩-০ হারানোর সুযোগ সূর্যদের। লিগে আবার নামছে মোহনবাগান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৪ ০৬:৫৩
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

অলিম্পিক্সে আজ আবার পদক জয়ের সামনে মনু ভাকের। এখনও পর্যন্ত ভারত যে একটিই পদক জিতেছে, এই শুটারের হাত ধরেই এসেছে। আজ সরবজ্যোৎ সিংহকে নিয়ে ১০ মিটার এয়ার পিস্তলের ব্রোঞ্জ পদক ম্যাচে লড়বেন তিনি। হকিতে ভারতের সামনে আয়ারল্যান্ড। জিমন্যাস্টিক্সে প্রথম পদক জয়ের সামনে আমেরিকার সিমোন বাইলস।

Advertisement

ক্রিকেটে শ্রীলঙ্কাকে শেষ ম্যাচে হারিয়ে হোয়াইটওয়াশ করার সুযোগ সূর্যকুমার যাদবদের কাছে। কলকাতা লিগে আবার নামছে মোহনবাগান। সবুজ-মেরুনের বিপক্ষে টালিগঞ্জ অগ্রগামী।

অলিম্পিক্সে দ্বিতীয় পদক জয়ের সামনে মনু ভাকের

Advertisement

অলিম্পিক্সে আজ আবার পদক জেতার সুযোগ মনু ভাকেরের। এ বার মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিততে পারেন তিনি। সরবজ্যোৎ সিংহকে নিয়ে ১০ মিটার এয়ার পিস্তলের ব্রোঞ্জ পদক ম্যাচে লড়বেন তিনি। হকিতে সোমবার আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার পর আজ আবার নামছে ভারত। বিপক্ষ আয়ারল্যান্ড। রোয়িংয়ে সিঙ্গল স্কালস কোয়ার্টার ফাইনালে নামবেন বলরাজ পানওয়ার। আজ ইকোয়েস্ট্রিয়ানে নামছেন কলকাতার অনুশ আগরওয়াল।

শুটিং

রাজেশ্বরী কুমারী, শ্রেয়সী সিংহ, ট্র্যাপ (দুপুর ১২:৩০)

মনু ভাকের-সরবজ্যোৎ সিংহ, ১০ মিটার এয়ার পিস্তল দলগত ব্রোঞ্জ পদক ম্যাচ (দুপুর ১টা)

হকি

ভারত-আয়ারল্যান্ড (বিকেল ৪:৪৫)

টেবিল টেনিস

মণিকা বাত্রা, শ্রীজা আকুলা (দুপুর ১:৩০)

রোয়িং

বলরাজ পানওয়ার, সিঙ্গল স্কালস কোয়ার্টার ফাইনাল (দুপুর ১:৪০)

তিরন্দাজি

ধীরাজ বোম্মাদেভারা (রাত ৯:১৫)

অঙ্কিতা ভকত (বিকেল ৫:১৪), ভজন কউর (বিকেল ৫:২৭)

ব্যাডমিন্টন

সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি (বিকেল ৫:৩০), তানিশা ক্রাস্তো-অশ্বিনী পোনাপ্পা (সন্ধ্যা ৬:২০)

বক্সিং

অমিত পাঙ্ঘাল (সন্ধ্যা ৭:১৬)

এ বারের অলিম্পিক্সে প্রথম পদক জিতবেন আমেরিকার জিমন্যাস্ট সিমোন বাইলস?

গ্রাফিক: সনৎ সিংহ।

এ বারের অলিম্পিক্সে প্রথম সোনা জয়ের সামনে সিমোন বাইলস। এই জিমন্যাস্ট আজ আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে দলগত বিভাগের ফাইনালে নামবেন। তাঁর দল আমেরিকা ফাইনালে উঠেছে। রবিবার যোগ্যতা অর্জন পর্বে সবক’টি বিভাগে বাইলসের পারফরম্যান্সই সেরা ছিল। চারটি সোনা-সহ সাতটি অলিম্পক্স পদকের মালকিনের ইভেন্ট রাত ৯:৪৫ থেকে।

গম্ভীরের ভারতের সামনে হোয়াইটওয়াশ করার সুযোগ

আজ ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। প্রথম দু’টিতে জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছেন সূর্যকুমার যাদবেরা। আজ শ্রীলঙ্কাকে হারিয়ে হোয়াইটওয়াশ করার সুযোগ ভারতের সামনে। পরীক্ষা-নিরীক্ষার পথে কি যাবেন গৌতম গম্ভীরেরা? খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

কলকাতা লিগে আজ আবার নামছে মোহনবাগান

ডুরান্ড কাপের ম্যাচ খেলার পর আজ কলকাতা লিগে আবার নামছে মোহনবাগান। সবুজ-মেরুনের বিপক্ষে টালিগঞ্জ অগ্রগামী। লিগের পয়েন্ট তালিকায় অনেক নীচে রয়েছে মোহনবাগান। পাঁচটি ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র একটি ম্যাচ। ইস্টবেঙ্গলের কাছে হেরেছে। বাকি তিনটি ম্যাচ ড্র। আজ কি জিততে পারবে তারা? খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement