Today’s Sports Events

ভারত-বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনেও কি বৃষ্টি? আইএসএলে রয়েছে মোহনবাগানের খেলা

কানপুরে ভারত-বাংলাদেশ টেস্টে প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলা হয়নি। শনিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খেলা কি হবে? আইএসএলে মোহনবাগান-বেঙ্গালুরু খেলা। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সাতটি, লা লিগার চারটি ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪৪
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

কানপুরে ভারত বনাম বাংলাদেশ টেস্টে প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলা হয়নি। শনিবার দ্বিতীয় দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খেলা কি হবে?

Advertisement

আইএসএলে আজ তৃতীয় ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জিতেছে সবুজ-মেরুন। এ বারের আইএসএলে আজই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে মোহনবাগানের খেলা বেঙ্গালুরুতে।

রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সাতটি ম্যাচ, লা লিগার চারটি ম্যাচ এবং শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড টেস্ট।

Advertisement

ভারত বনাম বাংলাদেশ টেস্টে দ্বিতীয় দিনেও কি বৃষ্টির থাবা?

কানপুরে ভারত বনাম বাংলাদেশ টেস্টে থাবা বসিয়েছে বৃষ্টি। প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলা হয়নি। টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছেন রোহিত শর্মা। বাংলাদেশ ৩ উইকেটে ১০৭ রান তুলেছে। শনিবার দ্বিতীয় দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খেলা কি হবে? খেলা শুরু হওয়ার কথা সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

মোহনবাগানের সামনে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু, আইএসএলে প্রথম অ্যাওয়ে ম্যাচ পেত্রাতোসদের

গ্রাফিক: সনৎ সিংহ।

আইএসএলে আজ তৃতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জিতেছে সবুজ-মেরুন। এ বারের আইএসএলে আজই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে মোহনবাগানের খেলা বেঙ্গালুরুতে। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। আজ আরও একটি ম্যাচ রয়েছে। ওড়িশা খেলবে জামশেদপুরের সঙ্গে। এই ম্যাচ বিকেল ৫টা থেকে। দু’টি খেলাই দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে সাত ম্যাচ, খেলবে ম্যাঞ্চেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সাতটি ম্যাচ। খেলবে গত বারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। তাদের সামনে নিউক্যাসল। খেলা শুরু বিকেল ৫টা থেকে। সন্ধ্যা ৭:৩০ থেকে রয়েছে পাঁচটি ম্যাচ। মুখোমুখি চেলসি-ব্রাইটন, আর্সেনাল-লিস্টার সিটি, ব্রেন্টফোর্ড-ওয়েস্টহ্যাম, এভার্টন-ক্রিস্টাল প্যালেস, নটিংহ্যাম ফরেস্ট-ফুলহ্যাম। রাত ১০টা থেকে লিভারপুল-উলভস ম্যাচ। সব খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

আটে আট করার লক্ষ্যে নামছে বার্সেলোনা, লা লিগায় চার ম্যাচ

স্প্যানিশ লিগে আজ আবার বার্সেলোনার খেলা। সাতটি ম্যাচ খেলে সাতটিই জিতেছে বার্সা। এ বার তাদের সামনে ওসাসুনা। খেলা রাত ১২:৩০ থেকে। এ ছাড়াও রয়েছে আরও তিনটি ম্যাচ। গেটাফে খেলবে আলাভেসের সঙ্গে। খেলা বিকেল ৫:৩০ থেকে। সন্ধ্যা ৭:৪৫-এ রয়েছে রায়ো ভালেকানো-লেগানেস ম্যাচ। রাত ১০টায় লড়াই রিয়াল সোসাইদাদ-ভ্যালেন্সিয়া। খেলা দেখা যাবে জিএক্সআর ওয়েব সাইটে।

শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড টেস্টের তৃতীয় দিনের খেলা

চলছে শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট। আজ তৃতীয় দিনের খেলা। দুই টেস্টের সিরিজ়ে ১-০ ফলে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। খেলা শুরু সকাল ১০টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও ফ্যান কোড অ্যাপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement