Today’s Sports Events

ডুরান্ডের ফাইনালে উঠতে পারবে মোহনবাগান? সেমিতে বিপক্ষে বেঙ্গালুরু, সৌদি লিগে রোনাল্ডোর খেলা

ডুরান্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। সৌদি প্রো লিগে রয়েছে রোনাল্ডোর খেলা। রয়েছে ইউএস ওপেন টেনিসও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ০৬:৪৮
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

ডুরান্ড কাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। সুনীলদের বিরুদ্ধে যুবভারতীতে জিততে পারবে মোহনবাগান? সৌদি প্রো লিগে দ্বিতীয় ম্যাচে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। প্রথম ম্যাচে ড্র করা আল নাসেরের সামনে এ বার আল ফইহা। রয়েছে টেনিসও। ইউএস ওপেনে আজ নামার কথা জানিক সিনার, কার্লোস আলকারাজ়ের।

Advertisement

মোহনবাগান ডুরান্ডের ফাইনালে উঠতে পারবে? আজ সেমিফাইনাল

আজ ডুরান্ড কাপের সেমিফাইনালে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। বিপক্ষে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। পেত্রাতোস, কামিন্সরা কি পারবেন ফাইনালে উঠতে? যুবভারতীতে খেলা শুরু বিকেল ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

Advertisement

মরসুমের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সৌদি লিগে জিতবে তাঁর দল?

গ্রাফিক: সনৎ সিংহ।

সৌদি প্রো লিগে আজ দ্বিতীয় ম্যাচে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম ম্যাচে রোনাল্ডো গোল করলেও জিততে পারেনি তাঁর আল নাসের। আজ কি জয়ের মুখ দেখবেন রোনাল্ডোরা? বিপক্ষে আল ফাইহা। খেলা শুরু রাত ১১:৩০ থেকে। ম্যাচের সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

ইউএস ওপেনে দ্বিতীয় দিনের খেলা, নামছেন আলকারাজ়

শুরু হয়ে গিয়েছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। আজ দ্বিতীয় দিনের খেলা। নামার কথা শীর্ষ বাছাই জানিক সিনার ও তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ়ের। খেলা শুরু রাত ৮:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ ম্যাচ

সিরিজ়ের ফয়সালা হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ শেষ ম্যাচ। খেলা শুরু রাত ১২:৩০ থেকে। টেলিভিশনে এই ম্যাচের সম্প্রচার নেই। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement