—ফাইল চিত্র।
আজ বিকেলে আইপিএলের নিলাম। দু’দিন ধরে হবে নিলাম। শুরুতেই বিক্রি হবেন তারকা ক্রিকেটারেরা। আজ বোঝা যেতে পারে কেকেআর কাকে অধিনায়ক করবে। মনে করা হচ্ছে সবচেয়ে বেশি কাড়াকাড়ি হবে ঋষভ পন্থকে নিয়ে।
রয়েছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। দ্বিতীয় ইনিংসে ভারত বিনা উইকেটে ১৭২ রান তুলেছে। সব মিলিয়ে ২১৮ রানে এগিয়ে রয়েছে তারা। আজ বড় রানের লিড নেওয়ার লক্ষ্যে যশস্বী জয়সওয়াল-কেএল রাহুলেরা। এ ছাড়াও রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা, স্প্যানিশ লিগে রিয়াল মদ্রিদের খেলা রয়েছে। আইএসএলে রয়েছে কেরালা-চেন্নাইয়িন ম্যাচ।
আইপিএল নিলাম, কলকাতা কাকে অধিনায়ক করবে, মিলবে ইঙ্গিত
অপেক্ষার অবসান। আজ আইপিএল নিলামের প্রথম দিন। শুরুতেই তারকা ক্রিকেটারেরা উঠবেন নিলামে। কাড়াকাড়ি হতে পারে ঋষভ পন্থকে নিয়ে। দিল্লি ক্যাপিটালস এ বার তাঁকে ছেড়ে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সও ছেড়ে দিয়েছে গত বারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আয়ারকে। কাকে নতুন অধিনায়ক করবে কেকেআর, তার ইঙ্গিত মিলতে পারে আজ। নিলাম শুরু বিকেল ৩:৩০ থেকে। দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে শতরানের দোরগোড়ায় যশস্বী জয়সওয়াল, সঙ্গে কেএল রাহুল, বড় লিডের লক্ষ্যে ভারত
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে সুবিধাজনক জায়গায় ভারত। দ্বিতীয় ইনিংসে ভারত বিনা উইকেটে ১৭২ রান তুলেছে। সব মিলিয়ে ২১৮ রানে এগিয়ে রয়েছে তারা। আজ বড় রানের লিড নেওয়ার লক্ষ্যে যশস্বী জয়সওয়াল-কেএল রাহুলেরা। তৃতীয় দিনের খেলা সকাল ৭:৫০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে জোড়া ম্যাচ, খেলবে লিভারপুল, ম্যাঞ্চেস্টার
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ দু’টি ম্যাচ। প্রথম ম্যাচে লিভারপুল মুখোমুখি সাদাম্পটনের। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। এর পর রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা। তাদের সামনে ইপসউইচ টাউন। এই খেলা রাত ১০টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের খেলা, রয়েছে আরও একটি ম্যাচ
স্প্যানিশ লিগে আজ রয়েছে রিয়াল মাদ্রিদের খেলা। তাদের খেলতে হবে লেগানেসের বিরুদ্ধে। খেলা রাত ১১টা থেকে। রিয়াল এই ম্যাচে জিতলে ১৩ ম্যাচে ৩০ পয়েন্টে পৌঁছবে। তারা দ্বিতীয় স্থানেই থাকবে। তার আগে রাত ৮:৪৫ থেকে রয়েছে সেভিয়া-রায়ো ভালেকানো ম্যাচ।
আইএসএলে কেরালা ব্লাস্টার্স-চেন্নাইন এফসি ম্যাচ
আইএসএলে আজ একটিই ম্যাচ। মুখোমুখি কেরালা ব্লাস্টার্স ও চেন্নাইয়িন এফসি। আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চেন্নাইয়িন চতুর্থ স্থানে। কেরালার আট ম্যাচে ৮ পয়েন্ট। তারা দশম স্থানে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।