Today’s Sports Events

টি২০ সিরিজ়ে ভারতীয় দলের খবর, ইস্টবেঙ্গলের ম্যাচ, রঞ্জিতে খেলবেন রোহিতেরা, আর কী কী

ইডেন গার্ডেন্সে অনায়াসে জিতে টি-টোয়েন্টি সিরিজ়‌ের শুরুটা ভালই করেছে ভারত। চেন্নাইয়ে পরের ম্যাচ শনিবার। সূর্যকুমার যাদবের দলের খবরের দিকে চোখ থাকবে। কেরলের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। এ ছাড়া রঞ্জি ট্রফির খেলা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০৬:২৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ইডেন গার্ডেন্সে অনায়াসে জিতে টি-টোয়েন্টি সিরিজ়‌ের শুরুটা ভালই করেছে ভারত। চেন্নাইয়ে পরের ম্যাচ শনিবার। সেই ম্যাচ জিততে পারলে ২-০ এগিয়ে যাবে ভারত। তার আগে সূর্যকুমার যাদবের দলের সব খবরের দিকে চোখ থাকবে। ঘরের মাঠে কেরলের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। এ ছাড়া রঞ্জি ট্রফিতে বাংলা এবং বিভিন্ন তারকা ক্রিকেটারের দলের ম্যাচ রয়েছে।

Advertisement

দ্বিতীয় টি২০ ম্যাচ চেন্নাইয়ে, ভারতীয় দলের সব খবর

কলকাতায় জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে এগিয়ে গিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচ শনিবার, চেন্নাইয়ে। তার আগে ভারতীয় দলের প্রস্তুতির খবরে চোখ থাকছে। সূর্যকুমার যাদবেরা কি ২-০ এগিয়ে যেতে পারবেন?

Advertisement

ঘরের মাঠে কেরলের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল, জয়ের সরণিতে ফিরবে লাল-হলুদ?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

হারের হ্যাটট্রিকের পর আইএসএলে আবার ঘরের মাঠে খেলতে নামছে ইস্টবেঙ্গল। শুক্রবার তাদের সামনে কেরল ব্লাস্টার্স। প্লে-অফের ক্ষীণ স্বপ্ন এখনও বেঁচে। ইস্টবেঙ্গল কি জিততে পারবে? সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্পোর্টস ১৮-৩ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সেমিফাইনাল, খেলবেন জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের দুই ফাইনালিস্ট ঠিক হয়ে গিয়েছে। পুরুষদের বিভাগে কারা ট্রফির জন্য লড়বেন তা ঠিক হবে আজ। সকাল ৯টা থেকে মুখোমুখি নোভাক জোকোভিচ এবং আলেকজ়ান্ডার জ়েরেভ। দুপুর ২টো থেকে খেলবেন ইয়ানিক সিনার এবং বেন শেলটন। দু’টি ম্যাচই সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে দেখা যাবে।

রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনে রোহিত, যশস্বীদের খবর

রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে খেলতে নেমেছেন ভারতের তারকা ক্রিকেটারেরা। প্রথম দিন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালেরা ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় দিন তাঁরা কেমন খেলবেন? সকাল ৯.৩০টা থেকে শুরু সব ম্যাচ। দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

হরিয়ানার সঙ্গে বাংলার রঞ্জি ম্যাচের খবর

হরিয়ানাকে ১৫৭ রানে শেষ করে দিলেও প্রথম দিন ১০ রানেই একটি উইকেট হারিয়েছে বাংলা। দ্বিতীয় দিন কি তারা পারবে প্রথম ইনিংসে লিড নিতে? সকাল ৯.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement