Today’s Sports Events

প্রথম টেস্টে সহজেই জেতা ভারতীয় দলের সব খবর, আইএসএলে মোহনবাগানের খেলা, আর কী?

প্রথম টেস্টে বাংলাদেশকে সহজেই হারিয়ে দিয়েছে ভারত। এ বার লড়াই কানপুরে। আইএসএলে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৫
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

বাংলাদেশকে হারিয়ে টেস্ট সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। পরের ম্যাচ কানপুরে। সেই ম্যাচেও জিততে চাইবেন রোহিত শর্মারা। ভারতীয় দলের সব খবর। আইএসএলে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। সবুজ-মেরুনের সামনে এ বার নর্থইস্ট ইউনাইটেড। শুরু হয়ে গিয়েছে আইপিএলের প্রস্তুতি। কোন দল কাকে ধরে রাখবে সেই নিয়ে চর্চা চলছে। শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড টেস্টে জিততে পারে যে কোনও দল। সোমবারই জানা যাবে ম্যাচের ফল।

Advertisement

বাংলাদেশকে প্রথম টেস্টে হারানো রোহিতদের খবর

বাংলাদেশকে হারিয়ে টেস্ট সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। জয়ের জন্য ৫১৫ রান তাড়া করতে নেমে শান্তদের ইনিংস শেষ হল ২৩৪ রানে। চেন্নাই টেস্টে ২৮০ রানে জিতলেন রোহিত শর্মারা। পরের ম্যাচ কানপুরে। সেই ম্যাচেও জিততে চাইবেন রোহিতেরা। ভারতীয় দলের সব খবর।

Advertisement

আইএসএলে দ্বিতীয় ম্যাচে নামছে মোহনবাগান, আজ যুবভারতীতে বিপক্ষে নর্থইস্ট

গ্রাফিক: সনৎ সিংহ।

আইএসএলে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। সবুজ-মেরুনের সামনে এ বার নর্থইস্ট ইউনাইটেড। প্রথম ম্যাচে মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়ে ড্র করেছিল মোহনবাগান। ঘরের মাঠে খেলতে নামবে তারা। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

আইপিএলে কোন দল কাকে রাখছে? ফ্র্যাঞ্চাইজ়িদের খবর

আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়িগুলি কত জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন এখনও জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেপ্টেম্বরের শেষের দিকে সিদ্ধান্ত ঘোষণা করতে পারে বিসিসিআই। তবে পূর্ণাঙ্গ নিলামের আগে কোন ক্রিকেটারদের রেখে দেওয়া হবে তা জানাতে হবে দলগুলিকে।

জমে গিয়েছে শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড টেস্ট, কে জিতবে?

জমে গিয়েছে শ্রীলঙ্কা-নিউ জ়িল্যান্ড টেস্ট। চতুর্থ দিনের শেষে নিউ জ়িল্যান্ড ২০৭ রানে ৮ উইকেট হারিয়েছে। জয়ের জন্য তাদের চাই আর ৬৮ রান। শ্রীলঙ্কার চাই ২ উইকেট। আজ টেস্টের শেষ দিনের খেলা শুরু সকাল ১০টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement