—ফাইল চিত্র।
আইএসএলে আজ আবার নামছে ইস্টবেঙ্গল। পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে লাল-হলুদ। এ বার অ্যাওয়ে ম্যাচে তাদের সামনে ওড়িশা। ষষ্ঠ ম্যাচে জয়ের মুখ দেখবে ইস্টবেঙ্গল?
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট। তার আগে ভারতীয় দলের সব খবর। আবার শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। রয়েছে ন’টি ম্যাচ। খেলবে আর্সেনাল, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ। রয়েছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা।
আইএসএলে প্রথম পাঁচ ম্যাচ হেরে আবার নামছে ইস্টবেঙ্গল
এ বারের আইএসএলে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে মোহনবাগানের কাছে যুবভারতীতে হারতে হয়েছে দু’গোলে। আজ ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে লাল-হলুদ। ভুবনেশ্বরে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে ওড়িশা এফসি। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
পরশু থেকে শুরু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট, রোহিত-বিরাটদের দলের সব খবর
গ্রাফিক: সনৎ সিংহ।
পরশু থেকে শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অল আউট হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ভারত। দ্বিতীয় টেস্টে নামার আগে ভারতীয় দলের সব খবর।
চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল, জুভেন্টাস, রিয়ালের খেলা, রয়েছে মোট ন’টি ম্যাচ
আজ থেকে আবার শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। রয়েছে ন’টি ম্যাচ। খেলবে আর্সেনাল, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ। আর্সেনালের সামনে শাখতার দোনেস্ক। জুভেন্টাস খেলবে ভিএফবি স্টুটগার্টের সঙ্গে। রিয়াল মুখোমুখি বরুসিয়া ডর্টমুন্ডের। তিনটি ম্যাচই রাত ১২:৩০ থেকে। একই সময়ে রয়েছে এসকে স্টার্ম গ্রাজ়-স্পোর্টিং, পিএসজি-পিএসভি, জিরোনা-স্লোভান ব্রাতিস্লাভা, অ্যাস্টন ভিলা-বোলোনা ম্যাচ। তার আগে রাত ১০:১৫ থেকে রয়েছে মোনাকো-ক্রাভেনা ভেজ়দা এবং এসি মিলান-ক্লাব ব্রাগ ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ে প্রথম টেস্ট চলছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অল আউট হয়ে গিয়েছে। তাদের মাত্র চার জন ব্যাটার দু’অঙ্কের রান পেয়েছেন। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।