Today’s Sports Events

রাত পোহালেই ভারতের প্রথম টেস্ট, সব খবর, থাকছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, আইপিএলের খবর

রাত পোহালেই ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। বুমরাদের প্রস্তুতির সব খবর। আইএসএলে পরশু নামছে মোহনবাগান। কী ভাবে তৈরি হচ্ছেন পেত্রাতোস-শুভাশিসেরা? থাকছে ইস্টবেঙ্গলের খবর, আইপিএল নিলামের খবরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ০৬:২৬
Share:

—ফাইল চিত্র।

রাত পোহালেই ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। কেমন হতে পারে ভারতীয় দল? ম্যাচের আগে কী বলছে ভারত ও অস্ট্রেলিয়া শিবির? প্রস্তুতির সব খবর। আইএসএলে পরশু আবার নামছে মোহনবাগান। ২৪ দিন পর। কী ভাবে তৈরি হচ্ছেন দিমিত্রি পেত্রাতোস-শুভাশিস বসুরা? ছুটি কাটিয়ে অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল দলও। লাল-হলুদের ম্যাচ অবশ্য আট দিন পর। থাকছে তাদের প্রস্তুতির খবরও। প্রতি দিনের মতো আজও থাকছে আইপিএল নিলামের খবর।

Advertisement

প্রথম টেস্টে ভারতীয় দলে কারা? সম্ভাব্য একাদশ, বুমরাদের সব খবর

কাল থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সিরিজ়। পার‌্থে প্রথম টেস্ট। কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ? সিরিজ় শুরুর আগে কী বলছে দুই শিবির? সব খবর।

Advertisement

২৪ দিন পর পরশু আইএসএলে আবার নামছে মোহনবাগান, কী ভাবে তৈরি হচ্ছে সবুজ-মেরুন?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

পরশু আইএসএলে আবার নামছে মোহনবাগান। দীর্ঘ ২৪ দিন পর। যুবভারতীতে খেলা জামশেদপুর এফসি-র সঙ্গে। অনুশীলনও শুরু করে দিয়েছে সবুজ-মেরুন। কী ভাবে তৈরি হচ্ছেন দিমিত্রি পেত্রাতোস-শুভাশিস বসুরা? সব খবর।

বিরতির পর অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল, সব খবর

মোহনবাগানের মতো অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গলও। যদিও লাল-হলুদের ম্যাচ আট দিন পর, শুক্রবার। সাউল ক্রেসপো, মাদিহ তালালদের শিবিরের সব খবর।

তিন দিন পর হবে আইপিএলের বড় নিলাম, দশ দল কাদের জন্য ঝাঁপাবে?

তিন দিন পর আইপিএলের নিলাম। দশ দলের প্রস্তুতি তুঙ্গে। কাদের জন্য নিলামে বিড করতে পারে কলকাতা নাইট রাইডার্স? বাকি ন’টি দল কী ভাবে তৈরি হচ্ছে? সব খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement