Today’s Sports Events

অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতীয় দলের খবর, রয়েছে ছোটদের এশিয়া কাপ, মহমেডানের ম্যাচ

অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলের প্রস্তুতি নিয়েছে ভারত। সোমবার অ্যাডিলেডের উদ্দেশে রওনা দেবে তারা। ভারতের ছোটরাও নামছে এ দিন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে তাদের প্রতিপক্ষ জাপান। আইএসএলে আবার নামছে মহমেডান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ০৬:৫২
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলের প্রস্তুতি নিয়েছে ভারত। এ বার আসল লড়াই। তারা অ্যাডিলেডের উদ্দেশে রওনা দেবে তারা। ভারতীয় দলের সব খবরের দিকে নজর থাকবে। ভারতীয় দলের ছোটরাও নামছে এ দিন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে তাদের প্রতিপক্ষ জাপান। আইএসএলে আবার নামছে মহমেডান। তারা খেলবে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। থাকছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট ম্যাচও।

Advertisement

অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতীয় দলের খবর

প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খারাপ খেলেননি ভারতীয় ক্রিকেটারেরা। গোলাপি বলে প্রয়োজনীয় প্রস্তুতি হয়েছে। এ বার আসল লড়াই। সোমবার অ্যাডিলেডের উদ্দেশে রওনা দেওয়ার কথা রোহিত শর্মাদের। সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

Advertisement

আইএসএলে আবার নামছে মহমেডান, অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ জামশেদপুর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলের শুরুটা ভাল করলেও ইদানীং মহমেডানের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। আগের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে এগিয়ে গিয়েও তারা শেষ পর্বে দু’গোল খেয়েছে। সোমবার জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামবে তারা। মহমেডান কি জয়ে ফিরবে? সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্পোর্টস ১৮-৩ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের সামনে জাপান

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছে ভারত। ছোটদের এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে গেলে সোমবারের ম্যাচে জিততেই হবে ভারতকে। সামনে অবশ্য দুর্বল জাপান। তারা আগের ম্যাচে ২৪৩ রানে হেরেছে আমিরশাহির কাছে। সকাল ১০.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনি টেন ৫ চ্যানেলে।

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন

ওয়েস্ট ইন্ডিজ়‌ের কাছে প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট তাদের কাছে সিরিজ় বাঁচানোর লড়াই। তার জন্য বাংলাদেশ ব্যাটারদের স্কোরবোর্ডে ভাল রান তুলতে হবে। রাত ৮.১৫ থেকে শুরু ম্যাচ। দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement