Today’s Sports Events

৪৩ দিন পর মাঠে নামছেন রোহিত-কোহলিরা, দলীপে শেষ ম্যাচে অভিমন্যুরা, রয়েছে বার্সেলোনার খেলাও

৪৩ দিন পর মাঠে নামবেন রোহিত-কোহলিরা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু আজ। শুরু হচ্ছে দলীপের শেষ রাউন্ড। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে অভিমন্যু ঈশ্বরণদের। চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বার্সেলোনা, আর্সেনাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫২
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ আবার মাঠে নামছে ভারত। ৪৩ দিন পর খেলতে দেখা যাবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ের প্রথম ম্যাচ শুরু হচ্ছে আজ।

Advertisement

আজ থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফির শেষ রাউন্ডের ম্যাচ। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে অভিমন্যু ঈশ্বরণদের। তাঁরা কি জিতে চ্যাম্পিয়ন হতে পারবেন? চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ ছ’টি ম্যাচ। খেলবে বার্সেলোনা, আর্সেনাল। আইএসএলে দ্বিতীয় ম্যাচে খেলবে সুনীল ছেত্রির বেঙ্গালুরু। রয়েছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া প্রথম এক দিনের ম্যাচ এবং শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড প্রথম টেস্ট।

৪৩ দিন পর আবার মাঠে রোহিতেরা, ভারত বনাম বাংলাদেশ টেস্ট শুরু

Advertisement

৪৩ দিন পর আবার মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল। গত শ্রীলঙ্কা সফরে ভারত শেষ ম্যাচ খেলেছিল ৭ অগস্ট। আজ বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরু রোহিত শর্মা-বিরাট কোহলিদের। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ চেন্নাইয়ে। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলে সম্প্রচার হবে জিয়ো সিনেমা অ্যাপে।

দলীপ ট্রফিতে শেষ রাউন্ডের ম্যাচ, বাংলার অভিমন্যুর দল কি চ্যাম্পিয়ন হতে পারবে?

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফির শেষ রাউন্ডের ম্যাচ। মুখোমুখি ভারত এ এবং ভারত সি। অন্য ম্যাচে লড়াই ভারত বি এবং ভারত ডি-এর। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে রুতুরাজ গায়কোয়াড়-সূর্যকুমার যাদবদের সি দল। তাদের ৯ পয়েন্ট। রুতুরাজদের খেলতে হবে মায়াঙ্ক আগারওয়ালের এ দলের বিরুদ্ধে। মায়াঙ্করা ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। অন্য ম্যাচে নামছে দ্বিতীয় স্থানে থাকা বি দল। অভিমন্যু ঈশ্বরণ-রিঙ্কু সিংহরা খেলবেন ডি দলের বিরুদ্ধে। অভিমন্যুদের পয়েন্ট ৭। শ্রেয়স আয়ারের ডি দল এখনও কোনও পয়েন্ট পায়নি। অভিমন্যুরা কি জিতে চ্যাম্পিয়ন হতে পারবেন? দু’টি খেলাই শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

চ্যাম্পিয়ন্স লিগে ছ’টি ম্যাচ, নামছে বার্সেলোনা, আর্সেনাল

ইউরোপের ফুটবলে সেরা কে? জানা যাবে চ্যাম্পিয়ন্স লিগে। শুরু হয়ে গিয়েছে এই মরসুমের প্রতিযোগিতা। আজ ছ’টি ম্যাচ। খেলবে বার্সেলোনা, আর্সেনাল। বার্সার সামনে মোনাকো। আর্সেনালকে খেলতে হবে আটলান্টার বিরুদ্ধে। দু’টি ম্যাচই রাত ১২:৩০ থেকে। একই সময়ে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ-লিপজিগ এবং ব্রেস্ট-স্টার্ম গ্রাজ ম্যাচ। রাত ১০:১৫ থেকে ক্রাভেনা ভেজদা-বেনফিকা এবং ফেনর্ড-লেভারকুসেন ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আইএসএলে দ্বিতীয় ম্যাচে খেলবে সুনীলের বেঙ্গালুরু, বিপক্ষে ওড়িশা

আইএসএলে আজ সপ্তম ম্যাচ। মুখোমুখি সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি এবং হায়দরাবাদ এফসি। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েছে বেঙ্গালুরু। পর পর দু’টি ম্যাচ কি জিততে পারবেন সুনীলেরা? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া প্রথম এক দিনের ম্যাচ

আজ শুরু হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ়। প্রথম ম্যাচ নটিংহ্যামে। খেলা শুরু বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড প্রথম টেস্ট

চলছে শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড দুই টেস্টের সিরিজ়ের প্রথম টেস্ট। আজ দ্বিতীয় দিনের খেলা। ম্যাচ শুরু সকাল ১০টায়। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement