—ফাইল চিত্র।
অ্যাডিলেডের পর ব্রিসবেন টেস্টেও চাপে পড়ে গিয়েছে ভারত। প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডারের ব্যাটারেরা সাজঘরে ফিরেছেন। কে বাঁচাবে ভারতকে? মঙ্গলবার টেস্টের চতুর্থ দিন। সন্ধ্যায় রয়েছে ইস্টবেঙ্গল। সারা দিনে আরও দু’টি ক্রিকেট ম্যাচ রয়েছে।
ব্রিসবেন টেস্ট ম্যাচের মোড় ঘোরাবে ভারত?
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তোলা ৪৪৫ রানের জবাবে তৃতীয় দিনের শেষে বেকায়দায় ভারত। ৫১ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। প্রথম ইনিংসে বড় রান তুলতে না পারলে এই টেস্টেও হারের সম্ভাবনা। খেলা শুরু ভোর ৫.২০ থেকে। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং ডিজ়নি হটস্টার অ্যাপে।
চোট-আঘাতে বিপর্যস্ত ইস্টবেঙ্গল পঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরতে পারবে?
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আগের ম্যাচে ওড়িশার কাছে হেরে অপরাজিত থাকার দৌড় শেষ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। গোটা দলই চোট-আঘাতে বিপর্যস্ত। আজ ঘরের মাঠে পঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরতে পারবে ইস্টবেঙ্গল? সন্ধ্যা ৭.৩০টা থেকে ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টস ৩, স্পোর্টস ১৮-৩ এবং জিয়ো সিনেমা অ্যাপে।
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জিতবে নিউ জ়িল্যান্ড?
কেন উইলিয়ামসনের শতরানে ভর করে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছে নিউ জ়িল্যান্ড। তৃতীয় টেস্ট জিততে ইংল্যান্ডের দরকার এখনও ৬৪০ রান। হাতে আট উইকেট। শেষ টেস্ট জিতে সম্মানরক্ষা করবে নিউ জ়িল্যান্ড? ভোর ৩.৩০টা থেকে শুরু খেলা। দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম এক দিনের ম্যাচ
ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার প্রথম ম্যাচ। দাপট দেখাতে পারবে প্রোটিয়ারা? বিকেল ৫.৩০টা শুরু খেলা। দেখা যাবে স্পোর্টস ১৮-১ এবং জিয়ো সিনেমা অ্যাপে।