—ফাইল চিত্র।
আজ আবার মাঠে নামছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। নিউ জ়িল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচ আজ। চলছে পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্টও। আজ দ্বিতীয় দিনের খেলা। শনিবার কলকাতা ডার্বির আগে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সব খবর।
ভারত বনাম নিউ জ়িল্যান্ড টেস্টের প্রথম দিনের খেলা
আজ থেকে শুরু হয়ে যাচ্ছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট। তিন টেস্টের সিরিজ়ের প্রথম ম্যাচ বেঙ্গালুরুতে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
শনিবার যুবভারতীতে কলকাতা ডার্বি, তার আগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সব খবর
গ্রাফিক: সনৎ সিংহ।
শনিবার আইএসএলে কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল মুখোমুখি মোহনবাগানের। এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে সবক’টিতে হেরেছে ইস্টবেঙ্গল। তারাই এখনও পর্যন্ত একমাত্র দল যারা এ বার কোনও পয়েন্ট পায়নি। মোহনবাগান চারটি ম্যাচ খেলে দু’টি জিতেছে। একটি হেরেছে, একটি ড্র করেছে। ডার্বির আগে দুই দলের খবর।
পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলা
প্রথম টেস্টে হারার পর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে পাকিস্তান। বাবর আজ়ম, শাহিন আফ্রিদিকে বাদ দিয়ে এই টেস্টে খেলছে পাকিস্তান। আজ দ্বিতীয় দিনের খেলা। শুরু সকাল ১০:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যান কোড অ্যাপ ও ওয়েব সাইটে।
টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া হরমনপ্রীতদের খবর
সোমবার নিউ জ়িল্যান্ডের কাছে পাকিস্তান হারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। শেষ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ভারতকে এ বার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। ছিটকে যাওয়া হরমনপ্রীত কউর-স্মৃতি মন্ধানাদের সব খবর।