Today’s Sports Events

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের তৃতীয় দিন, থাকছে ইস্টবেঙ্গলের খবর, দু’টি ক্রিকেট ম্যাচ

ব্রিসবেন টেস্টে দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত। কত রান তুলবে অস্ট্রেলিয়া? সেই ম্যাচের দিকে চোখ থাকবে। এ ছাড়া ইস্টবেঙ্গল-পঞ্জাব ম্যাচের আগের খবর থাকছে। সঙ্গে রয়েছে ইংল্যান্ড-নিউ জ়‌িল্যান্ড টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজ়-বাংলাদেশ ম্যাচও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০৬:২১
Share:

ফাইল চিত্র। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ব্রিসবেন টেস্টে দ্বিতীয় দিনের শেষে চাপে রয়েছে ভারত। অস্ট্রেলিয়ার রানের পাহাড়ের মোকাবিলা করতে তৃতীয় দিনে নামবে তারা। কত রান তুলবে অস্ট্রেলিয়া? সেই ম্যাচের দিকে চোখ থাকবে। এ ছাড়া ইস্টবেঙ্গল-পঞ্জাব ম্যাচের আগের খবর থাকছে। সঙ্গে রয়েছে ইংল্যান্ড-নিউ জ়‌িল্যান্ড টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজ়-বাংলাদেশ ম্যাচও।

Advertisement

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টের তৃতীয় দিনের খেলা

প্রথম দিনের খেলায় বৃষ্টি বাধা দিলেও দ্বিতীয় দিনে চারশোর উপর রান তুলে দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার কি তাদের রান ৫০০ পেরিয়ে যাবে? না কি ভারতীয় বোলারেরা ছন্দে ফিরবেন? পূর্বাভাস রয়েছে বৃষ্টিরও। সকাল ৫.২০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং হটস্টার অ্যাপে।

Advertisement

মঙ্গলবার পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ, আইএসএলে ইস্টবেঙ্গল শিবিরের সব খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ঘরের মাঠে মঙ্গলবার পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আগের ম্যাচে হারের পর তারা কি জয়ের সরণিতে ফিরতে পারবে? দলের চোট-আঘাতের অবস্থাই বা কেমন? থাকছে সেই সংক্রান্ত খবর।

ইংল্যান্ডের বিরুদ্ধে সম্মান বাঁচাতে পারবে নিউ জ়িল্যান্ড?

তৃতীয় টেস্টে এখনও পর্যন্ত সুবিধাজনক জায়গায় রয়েছে নিউ জ়িল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩৪০ রানে এগিয়ে তারা। সেই লিড আরও বাড়িয়ে নিতে পারলে অন্তত শেষ টেস্ট জিতে চুনকামের হাত থেকে বাঁচতে পারে নিউ জ়‌িল্যান্ড। ভোর ৩.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে প্রথম টি২০ বাংলাদেশের

এক দিনের সিরিজ়ে হেরে গিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ়‌ে কি তারা ওয়েস্ট ইন্ডিজ়কে হারাতে পারবে? ভোর ৫.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে ফ্যান কোড অ্যাপ এবং ওয়েবসাইটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement