গ্রাফিক: সনৎ সিংহ।
দলীপ ট্রফিতে আজ শেষ দিনের খেলা। বড় রানের ইনিংস খেলছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। ১৪৩ রানে অপরাজিত রয়েছেন। আজ দ্বিশতরানের লক্ষ্যে নামবেন তিনি।
স্প্যানিশ লিগে আজ বার্সেলোনার খেলা। এ ছাড়াও রয়েছে তিনটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে দু’টি ম্যাচ। খেলবে আর্সেনাল। তাদের বিরুদ্ধে টটেনহ্যাম। কলকাতা লিগে সুপার সিক্সে নামছে মহমেডান। রয়েছে আইএসএলের ম্যাচ, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি।
দলীপে শেষ দিন দ্বিশতরানের লক্ষ্যে বাংলার অভিমন্যু ঈশ্বরণ
দলীপ ট্রফিতে ভারত বি দলকে একাই টানছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। তিনি ১৪৩ রানে উইকেটে। ভারত সি দলের ৫২৫ রানের জবাবে অভিমন্যুর ভারত বি তৃতীয় দিনের শেষে ৭ উইকেটে ৩০৯ রান তুলেছে। আজ শেষ দিন কি দ্বিশতরান করতে পারবেন তিনি? অন্য ম্যাচে ভারত ডি দলের বিরুদ্ধে ভাল জায়গায় ভারত এ। শেষ দিন এ দলের দরকার ৯ উইকেট। সঞ্জু স্যামসন-দেবদত্ত পাড়িক্কলদের দরকার আরও ৪২৬ রান। দু’টি ম্যাচই শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
স্প্যানিশ লিগে নামছে বার্সেলোনা, খেলতে হবে জিরোনার বিরুদ্ধে, রয়েছে আরও তিনটি ম্যাচ
গ্রাফিক: সনৎ সিংহ।
স্প্যানিশ লিগে আজ রয়েছে বার্সেলোনার খেলা। তাদের খেলতে হবে জিরোনার বিরুদ্ধে। এই ম্যাচ সন্ধ্যা ৭:৪৫ থেকে। এ ছাড়াও রয়েছে তিনটি ম্যাচ। বিকেল ৫:৩০ থেকে মুখোমুখি সেল্টা ভিগো ও ভাল্লাদোলিদ। লাস পামাস-অ্যাথলেটিক ক্লাব ম্যাচ রাত ১০টা থেকে। সব শেষে রাত ১২:৩০ থেকে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ম্যাচ। খেলা দেখা যাবে জিএক্সআর ওয়েব সাইটে।
ইংলিশ প্রিমিয়ার লিগে জোড়া ম্যাচ, দেখা যাবে আর্সেনালের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ দু’টি ম্যাচ। খেলবে আর্সেনাল। তাদের বিরুদ্ধে টটেনহ্যাম। এই ম্যাচ সন্ধ্যা ৬:৩০ থেকে। এ ছাড়া উলভস বনাম নিউক্যাসল ম্যাচ রয়েছে রাত ৯টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
কলকাতা লিগে সুপার সিক্সে মহমেডান বনাম কাস্টমস ম্যাচ
কলকাতা লিগে সুপার সিক্সে আজ নামছে মহমেডান। তাদের খেলতে হবে কাস্টমসের বিরুদ্ধে। খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে।
আইএসএলে কেরালা বনাম পঞ্জাব ম্যাচ
আইএসএলে আজ নামছে কেরালা ব্লাস্টার্স। তাদের খেলতে হবে পঞ্জাব এফসির সঙ্গে। কোচিতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি
প্রথম দুই ম্যাচের শেষে সিরিজের ফল ১-১। আজ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। ফিল সল্ট-জোফ্রা আর্চারের ইংল্যান্ড সিরিজ জিতবে না ট্রাভিস হেড-মার্কাস স্টোয়নিসের অস্ট্রেলিয়া? খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।