গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বৃষ্টির জন্য ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে প্রথম দিন ১৩.২ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়া ১৩.২ ওভারে বিনা উইকেটে ২৮ রান তুলেছে। আজ দ্বিতীয় দিনের খেলা।
আইএসএলে আজ রয়েছে মহমেডানের খেলা। পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা মহমেডান এখনও পর্যন্ত জিতেছে মাত্র একটি ম্যাচ। দু’টি ড্র করেছে, সাতটি হেরেছে। আজ বিপক্ষে মুম্বই। রয়েছে নিউ জ়িল্যান্ড-ইংল্যান্ড টেস্ট, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ডার্বি এবং বার্সেলোনার খেলা।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা
ব্রিসবেনে বৃষ্টি। প্রথম দিন ১৩.২ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছেন রোহিত শর্মা। দুই ওপেনার নাথন ম্যাকসুইনি এবং উসমান খোয়াজা উইকেটে। অস্ট্রেলিয়া ২৮ রান তুলেছে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ভোর ৫:৫০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
হারের হ্যাটট্রিক করা মহমেডানের আইএসএলে একাদশ ম্যাচ, বিপক্ষে মুম্বই, জয়ে ফিরবে চেরনিশভের দল?
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
হারের হ্যাটট্রিক করে ফেলেছে মহমেডান। আজ আইএসএলে একাদশ ম্যাচে খেলতে নামছে তারা। এখনও পর্যন্ত জিতেছে মাত্র একটি ম্যাচ। দু’টি ড্র করেছে, সাতটি হেরেছে। পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে মহমেডান। আজ খেলতে হবে মুম্বই সিটি এফসি-র সঙ্গে। কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ এবং স্টার স্পোর্টস চ্যানেলে। মোবাইলে খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।
নিউ জ়িল্যান্ড বনাম ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলা
ভারত-অস্ট্রেলিয়া টেস্টের সঙ্গে একই দিনে শুরু হয়েছে নিউ জ়িল্যান্ড বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। ব্রিসবেনে বৃষ্টিতে ১৩.২ ওভারের বেশি খেলা সম্ভব না হলেও হ্যামিল্টনে প্রথম দিন পুরো খেলা হয়েছে। নিউ জ়িল্যান্ড প্রথম দিনই ৩১৫ রান করলেও তাদের ৯ উইকেট পড়ে গিয়েছে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু ভোর ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ডার্বি, রয়েছে চেলসির খেলাও
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যাঞ্চেস্টার ডার্বি। মুখোমুখি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ম্যাঞ্চেস্টার সিটি। লিগ জয়ের দৌড়ে পিছিয়ে পড়েছে সিটি। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে। ম্যান ইউয়ের অবস্থা খুবই খারাপ। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। তারা জিতেছে মাত্র পাঁচটি ম্যাচ। তবু এই ম্যাচের আলাদা তাৎপর্য আছে। খেলা রাত ১০টা থেকে। এ ছাড়াও রয়েছে চেলসির খেলা। তাদের সামনে ব্রেন্টফোর্ড। এই ম্যাচ রাত ১২:৩০ থেকে। একই সময়ে রয়েছে সাদাম্পটন-টটেনহ্যাম ম্যাচ। সন্ধ্যা ৭:৩০ থেকে রয়েছে ব্রাইটন-ক্রিস্টাল প্যালেস খেলা। সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
লা লিগায় বার্সেলোনার খেলা
স্প্যানিশ লিগে আজ রয়েছে বার্সেলোনার খেলা। তাদের খেলতে হবে লেগানেসের সঙ্গে। খেলা রাত ১:৩০ থেকে। এ ছাড়াও রয়েছে আরও চারটি ম্যাচ। মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ-গেটাফে (সন্ধ্যা ৬:৩০), আলাভেস-অ্যাথলেটিক ক্লাব (রাত ৮:৪৫), ভিয়ারিয়াল-রিয়াল বেটিস (রাত ১১টা) এবং রিয়াল সোসাইদাদ-লাস পামাস (রাত ১১টা)।