Today’s Sports Events

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের আগে দুই দলের খবর, রয়েছে ইউরোপের ফুটবল, আর কী কী

শনিবার থেকে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। কী ভাবে প্রস্তুতি সারছে দুই দল? সব খবর। ১৪ মার্চ থেকে শুরু আইপিএল। বিভিন্ন দলের প্রস্তুতির সব খবর। রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ন’টি ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ়-বাংলাদেশ এক দিনের ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ০৬:২৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

শনিবার থেকে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু। দুই টেস্টের পর ফল আপাতত ১-১। জমে গিয়েছে সিরিজ়। ব্রিসবেনে নামার আগে কী ভাবে প্রস্তুতি সারছে দুই দল? সব খবর।

Advertisement

১৪ মার্চ থেকে শুরু আইপিএল। বিভিন্ন দলের প্রস্তুতির সব খবর। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ ন’টি ম্যাচ। খেলবে লিভারপুল, বায়ার্ন মিউনিখ, পিএসজি, রিয়াল মাদ্রিদ। রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় বনাম বাংলাদেশ এক দিনের ম্যাচ।

চার দিন পর ভারতের তৃতীয় টেস্ট, রোহিতদের দলের খবর

Advertisement

চার দিন পর শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। পার‌্থে প্রথম টেস্টে জেতার পর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে হারতে হয়েছে ভারতকে। পরের টেস্ট ব্রিসবেনে। আগের ম্যাচে মিডল অর্ডারে নামা রোহিত শর্মা কি ‌আবার ওপেন করবেন? কী ভাবে প্রস্তুতি সারছে ভারত? সুনীল গাওস্কর কড়া অনুশীলনের পরামর্শ দিয়েছেন। যশস্বী জয়সওয়াল, শুভমন গিলেরা কি সানির পরামর্শ শুনছেন? সব খবর।।

মার্চের মাঝামাঝি থেকে শুরু আইপিএল, কী ভাবে প্রস্তুতি সারছে দল দল, সব খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

চলছে দশ দলের আইপিএল প্রস্তুতি। কলকাতা নাইট রাইডার্স থেকে মুম্বই ইন্ডিয়ান্স— সব দলই তৈরি হচ্ছে ভিতরে ভিতরে। আগামী বছর ১৪ মার্চ থেকে শুরু প্রতিযোগিতা। কী ভাবে তৈরি হচ্ছে দলগুলি? আইপিএলের সব খবর।

চ্যাম্পিয়ন্স লিগে ন’টি ম্যাচ, খেলবে লিভারপুল, রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ ন’টি ম্যাচ। খেলবে লিভারপুল, বায়ার্ন মিউনিখ, পিএসজি, রিয়াল মাদ্রিদ। লিভারপুলের সামনে জিরোনা। খেলা রাত ১১:১৫ থেকে। একই সময়ে রয়েছে ডায়নামো জাগ্রেব-সেল্টিক ম্যাচ। রাত ১:৩০ থেকে রয়েছে পিএসভি-ব্রেস্ট, বায়ার্ন মিউনিখ-শাখতার দোনেস্ক, পিএসজি-আরবি সালসবার্গ, রিয়াল মাদ্রিদ-আটলান্টা, লেভারকুসেন-ইন্টার, ক্লাব ব্রাগ-স্পোর্টিং, লিপজিগ-অ্যাস্টন ভিলা, লাভারকুসেন-ইন্টার মিলান ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় বাঁচানোর লড়াই বাংলাদেশের

আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় এক দিনের ম্যাচ। তিন ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ় ১-০ ফলে এগিয়ে রয়েছে। আজ হারলে সিরিজ় হেরে যাবে বাংলাদেশ। তাদের সামনে সিরিজ়ে টিকে থাকার লড়াই। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement