Today’s Sports Events

শুরুতে উইকেট চাই বুমরা, সিরাজদের, আইএসএলে ইস্টবেঙ্গলের ম্যাচ, সারা দিনে আর কী কী

দিন-রাতের টেস্টে আজ শুরুতে দ্রুত উইকেট চাই ভারতের। পারবেন বুমরা, রানা, সিরাজরা? আইএসএলে পর পর দু’ম্যাচে জয়ের লক্ষ্যে ইস্টবেঙ্গল। এ ছাড়াও চলছে দু’টি টেস্ট ম্যাচ, রয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৭
Share:

—ফাইল চিত্র।

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে চাপে ভারত। ১৮০ রানে রোহিতরা শেষ হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া দিনের শেষে ১ উইকেটে ৮৬। আজ শুরুতে দ্রুত উইকেট চাই ভারতের। পারবেন বুমরা, রানা, সিরাজরা?

Advertisement

আইএসএলে আজ আবার নামছে ইস্টবেঙ্গল। পর পর দু’ম্যাচে জয়ের লক্ষ্যে তারা। এ বার অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের বিপক্ষে চেন্নাইয়িন। এ ছাড়াও চলছে দু’টি টেস্ট ম্যাচ। রয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলা এবং ইংলিশ প্রিমিয়ার লিগে তিন বড় দলের খেলা।

দিন-রাতের টেস্টে চাপে ভারত, দ্বিতীয় দিন শুরুতে চাই উইকেট

Advertisement

দিন-রাতের টেস্টে প্রথম দিনই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ১৮০ রানে শেষ ভারত। সর্বোচ্চ রান সাত নম্বরে নামা নীতীশ রেড্ডির। মিচেল স্টার্কের ৬ উইকেট। জবাবে দিনের শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৮৬ রান তুলেছে। আজ দ্বিতীয় দিন শুরুতে দ্রুত উইকেট তুলে নিতে না পারলে ১৮০ রানের পুঁজি নিয়ে ভারত চাপে পড়বে। যশপ্রীত বুমরা, হর্ষিত রানারা কি পারবেন? খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

পর পর দু’ম্যাচে জয়ের লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল, আইএসএলে ব্রুজ়োর দলের বিপক্ষে চেন্নাইয়িন

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে গত ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ইস্টবেঙ্গল। সাত ম্যাচ পর জিতেছে তারা। আজ আবার নামছে লাল-হলুদ। এ বার বিপক্ষে চেন্নাইয়িন। ইস্টবেঙ্গলের এটি অ্যাওয়ে ম্যাচ। পর পর দু’টি ম্যাচে কি জিততে পারবেন দিয়ামানতিয়াকোসেরা? খেলা শুরু বিকেল ৫টায়। আজ পরে আরও একটি ম্যাচ রয়েছে। মুখোমুখি বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

চলছে জোড়া টেস্ট, ভাল জায়গায় ইংল্যান্ড, বিপক্ষে নিউ জ়িল্যান্ড

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ছাড়াও একই সঙ্গে চলছে আরও দু’টি টেস্ট। ইংল্যান্ডের মুখোমুখি নিউ জ়িল্যান্ড। দক্ষিণ আফ্রিকা খেলছে শ্রীলঙ্কার সঙ্গে। ভাল জায়গায় রয়েছে ইংল্যান্ড। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু ভোর ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টসে। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্টের আজ তৃতীয় দিন। খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। এই ম্যাচ দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

স্প্যানিশ লিগে একই দিনে রয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের খেলা

স্প্যানিশ লিগে আজ একই দিনে নামছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। বার্সা খেলবে রিয়াল বেটিসের সঙ্গে। এই ম্যাচ রাত ৮:৪৫ থেকে। রিয়াল মাদ্রিদের সামনে জিরোনা। খেলা রাত ১:৩০ থেকে। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষে রয়েছে। রিয়ালের ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট। তারা দ্বিতীয় স্থানে।

ইংলিশ প্রিমিয়ার লিগে তিন বড় দলের খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ তিন বড় দলের খেলা। খেলবে ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিভারপুলের সামনে এভার্টন। খেলা সন্ধ্যা ৬টা থেকে। ম্যাঞ্চেস্টার সিটি খেলবে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। এই ম্যাচ রাত ৮:৩০ থেকে। একই সময়ে রয়েছে ব্রেন্টফোর্ড-নিউক্যাসল এবং সাদাম্পটন-অ্যাস্টন ভিলা ম্যাচ। রাত ১১টা থেকে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-নটিংহ্যাম ফরেস্ট ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement