Today’s Sports Events

মাঠে নামছেন শুভমন, ঋষভ, রাহুলেরা, শুরু দলীপ, দেশের জার্সিতে রোনাল্ডো, রয়েছে মোহনবাগানের খেলা

আজ শুরু দলীপ ট্রফি। মুখোমুখি শুভমন গিল ও অভিমন্যু ঈশ্বরণের দল। নেশনস লিগ ফুটবলে নামছে রোনাল্ডোর পর্তুগাল। রয়েছে কলকাতা লিগে মোহনবাগানের খেলা, প্যারালিম্পিক্স, ইউএস ওপেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৪
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ আবার খেলতে দেখা যাবে শুভমন গিল, অভিমন্যু ঈশ্বরণ, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, কেএল রাহুল, কুলদীপ যাদবদের। শুরু হচ্ছে দলীপ ট্রফি। প্রথম দিন মুখোমুখি শুভমনের টিম এ এবং অভিমন্যুর টিম বি।

Advertisement

নেশনস লিগ ফুটবলে নামছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। প্রথম দিনই খেলবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালও। মোট ১৮টি দল নামছে। রয়েছে ন’টি ম্যাচ। কলকাতা লিগে মোহনবাগানের খেলা, প্যারালিম্পিক্স, ইউএস ওপেন টেনিসও রয়েছে।

মাঠে নামছেন শুভমন, ঋষভ, রাহুলেরা, শুরু দলীপ ট্রফি

Advertisement

আজ থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। প্রথম ম্যাচে মুখোমুখি টিম এ এবং টিম বি। লড়াই শুভমন গিল ও অভিমন্যু ঈশ্বরণের দলের। খেলতে দেখা যাবে যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, কেএল রাহুল, কুলদীপ যাদবদের। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ইউরোপের ফুটবল যুদ্ধ, প্রথম দিনই রোনাল্ডোর খেলা, নামছে স্পেনও, শুরু হচ্ছে নেশনস লিগ

গ্রাফিক: সনৎ সিংহ।

ইউরোপীয় ফুটবলে আজ শুরু হচ্ছে নেশনস লিগ। সব বড় দলই খেলবে। নামছে ইউরো চ্যাম্পিয়ন স্পেনও। প্রথম দিনই খেলবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালও। মোট ১৮টি দল নামছে। রয়েছে ন’টি ম্যাচ। প্রথম ম্যাচ রাত ৯:৩০-এ। মুখোমুখি সুইডেন ও আজারবাইজান। বাকি সব ম্যাচ রাত ১২:১৫ থেকে। রয়েছে স্পেন-সার্বিয়া, বেলারুশ-বুলগেরিয়া, সান মারিনো-লিচেনস্টেন, নর্দার্ন আয়ারল্যান্ড-লুক্সেমবুর্গ, এস্তোনিয়া-স্লোভাকিয়া, স্কটল্যান্ড-পোল্যান্ড, ডেনমার্ক-সুইৎজ়ারল্যান্ড, পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

কলকাতা লিগে মোহনবাগানের গুরুত্বহীন ম্যাচ, বিপক্ষে কালীঘাট

কলকাতা ফুটবল লিগে আজ রয়েছে মোহনবাগানের খেলা। বিপক্ষে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এই ম্যাচের আর কোনও গুরুত্ব নেই। কারণ মোহনবাগান, কালীঘাট দুই দলই বিদায় নিয়েছে লিগ থেকে। খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে।

প্যারালিম্পিক্সে রেকর্ড গড়া ভারত আরও পদক পাবে?

প্যারালিম্পিক্সে ভারতীয়দের পারফরম্যান্স ছাপিয়ে গিয়েছে অলিম্পিক্সের পারফরম্যান্সকে। বৃহস্পতিবার কি আরও পদক আসতে পারে? দুপুর ১২টায় প্যারালিম্পিক্সের সম্প্রচার শুরু। খেলা দেখা যাবে ডিডি স্পোর্টস চ্যানেলে।

ইউএস ওপেন টেনিসে মহিলাদের সেমিফাইনাল

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন আজ একাদশ দিনে পড়ছে। পর পর অঘটন ঘটছে এ বারের ইউএস ওপেনে। আজও কি অঘটন হবে? আজ রয়েছে মহিলাদের সেমিফাইনাল ম্যাচ। খেলা শুরু রাত ৮:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement