Today’s Sports Events

টেস্টের আগে ৫০ ওভারের ম্যাচ রোহিতদের, আইএসএলে বেঙ্গালুরুর খেলা, শামির পরীক্ষা, আর কী কী

দিন-রাতের টেস্টের আগে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ রোহিত-বিরাটদের। আইএসএলে বেঙ্গালুরুর ম্যাচ। রয়েছে ঘরোটা টি২০-তে শামির খেলা। এছাড়াও ইপিএলে বড় ম্যাচ, লা লিগায় রিয়ালের খেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের দু’দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন এক বলও খেলা হয়নি। আজ দ্বিতীয় দিন একটি ৫০ ওভারের ম্যাচ খেলবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এটিও দিন-রাতের ম্যাচ।

Advertisement

আইএসএলে আজ নামছে বেঙ্গালুরু এফসি। খেলতে হবে ওড়িশার বিরুদ্ধে। এই ম্যাচে বেঙ্গালুরু পয়েন্ট নষ্ট করলে সুবিধা হবে মোহনবাগানের। ওড়িশা কি পারবে মোহনবাগানের সুবিধা করে দিতে? রয়েছে ঘরোটা টি-টোয়েন্টি ক্রিকেটে মহম্মদ শামির খেলা। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ম্যাচ এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের খেলা রয়েছে।

ভারতের বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের খবর

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্টের আগে বিঘ্ন ঘটল ভারতের প্রস্তুতিতে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন এক বলও খেলা হয়নি। আজ দ্বিতীয় দিন একটি ৫০ ওভারের ম্যাচ খেলবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। খেলা শুরু ভারতীয় সময় সকাল ৯:১০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

আইএসএলে বেঙ্গালুরুর খেলা, সুনীলদের বিরুদ্ধে পয়েন্ট কেড়ে ওড়িশা সুবিধা করবে বাগানের?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে আজ আবার নামছে বেঙ্গালুরু এফসি। গত ম্যাচে মহমেডানের বিরুদ্ধে হারা ম্যাচ একাই জিতিয়েছেন সুনীল ছেত্রি। জোড়া গোল করেছেন। আজ খেলতে হবে ওড়িশার বিরুদ্ধে। এই ম্যাচে বেঙ্গালুরু পয়েন্ট নষ্ট করলে সুবিধা হবে মোহনবাগানের। ওড়িশা কি পারবে মোহনবাগানের সুবিধা করে দিতে? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

আবার পরীক্ষা শামির, ঘরোয়া টি২০ ক্রিকেটে বিপক্ষে মেঘালয়

আবার পরীক্ষা মহম্মদ শামির। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলার হয়ে খেলছেন তিনি। চলছে জাতীয় দলে ফেরার লড়াই। চোট সারিয়ে কতটা সুস্থ হয়েছেন, প্রতি ম্যাচে তার পরীক্ষা দিতে হচ্ছে। আজ বাংলার সামনে মেঘালয়। খেলা শুরু সকাল ১১টা থেকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ম্যাচ, লড়াই লিভারপুল বনাম সিটির

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড় ম্যাচ। লড়াই লিভারপুল ও ম্যাঞ্চেস্টার সিটির। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ম্যাঞ্চেস্টার সিটির ১২ ম্যাচে ২৩ পয়েন্ট। তারা তৃতীয় স্থানে। আজ জিতলে লিগ জয়ের দৌড়ে ফিরে আসবে সিটি। এই ম্যাচ রাত ৯:৩০ থেকে। এছাড়াও রয়েছে চেলসি-অ্যাস্টন ভিলা, টটেনহ্যাম-ফুলহ্যাম, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-এভার্টন ম্যাচ। তিনটি খেলাই সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

রিয়ালের ম্যাচ, জিতলে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন এমবাপেরা

স্প্যানিশ লিগে আজ রয়েছে রিয়াল মাদ্রিদের ম্যাচ। বিপক্ষে গেটাফে। এই ম্যাচে জিতলে লিগ জয়ের দৌড়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন কিলিয়ন এমবাপেরা। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে রয়েছে। ম্যাচ রাত ৮:৪৫ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement