গত বারের অস্ট্রেলিয়া সফরে কোহালিকে স্লেজিং করেননি পেইনরা। —ফাইল চিত্র।
আইপিএল খেলার জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এতটাই মুখিয়ে থাকেন যে তাঁরা বিরাট কোহালি এবং তাঁর সতীর্থদের স্লেজিং পর্যন্ত করেন না। প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের দাবি ছিল এমনই।
প্রাক্তন অজি অধিনায়াকের এমন দাবিকে উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের বর্তমান অধিনায়ক টিম পেইন। ক্লার্ককে জবাব দিয়ে তিনি বলেছেন, অজিরা ম্যাচ জিততেই মাঠে নামে।
২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। সেই সফরে বিরাট কোহালির বিরুদ্ধে খুবই নমনীয় মনোভাব দেখিয়েছিলেন পেইনরা। অজিরা আগ্রাসন দেখিয়ে থাকেন মাঠে। অতীতে মারাত্মক স্লেজিং চলত।
আরও পড়ুন: নেতৃত্বে ইমরান, সর্বকালের সেরা ভারত-পাক সম্মিলিত একাদশে নেই বিরাট!
কিন্তু সেই সফরে কোহালির আগ্রাসনের কাছে হার মানতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। সেই সিরিজের প্রসঙ্গ উত্থাপ্পন করে ক্লার্ক মন্তব্য করে বসেন, আইপিএল-এ মোটা অঙ্কের চুক্তির জন্যই কোহালি এবং তাঁর সতীর্থদের স্লেজিং করেনি অস্ট্রেলিয়া।
সেই সিরিজে কোহালিদের বিরুদ্ধে অজিদের পরিকল্পনা কী ছিল তা জানান পেইন। তিনি বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার জার্সি পরে যে বল করে বা যে ব্যাট করে, তার একটাই উদ্দেশ্য থাকে। আর তা হল ম্যাচ জেতা। কোহালির প্রতি কে সদয় ছিল, বা ওকে সহজে কে খেলতে দিয়েছিল, তা আমার জানা নেই। কোহালিকে না রাগানোই ছিল আমাদের পরিকল্পনা। সেটাই আমরা করেছিলাম। এর সঙ্গে আইপিএলের চুক্তির কোনও সম্পর্ক নেই।’’