Tilakratne Dilshan

তিলকরত্নে দিলশানের অবসর

রবিবারই জীবনের শেষ ওয়ান ডে খেলতে চলেছেন শ্রীলঙ্কার দিলশান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। অবসর নেবেন টি২০ থেকেও। শেষ টি২০ খেলবেন কলোম্বোয় ৯ সেপ্টেম্বর। যদিও চালিয়ে যাবেন টেস্ট ক্রিকেট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ১৮:০৮
Share:

রবিবারই জীবনের শেষ ওয়ান ডে খেলতে চলেছেন শ্রীলঙ্কার দিলশান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। অবসর নেবেন টি২০ থেকেও। শেষ টি২০ খেলবেন কলোম্বোয় ৯ সেপ্টেম্বর। যদিও চালিয়ে যাবেন টেস্ট ক্রিকেট। শেষ কয়েক বছর দারুণভাবে সাফল্যের চূড়ায় ছিলেন তিনি। ২০১৩ থেকে দিলশানের গড় ৪৯.১৮। ২০১৫ ছিল তাঁর জীবনের সেরা ওয়ান ডে পারফর্মেন্স। এই বছর তিনি ১২০৭ রান করেছিলেন। গড় ছিল ৫২.৪৭। কিন্তু এই মুহূর্তে ২০১৯ বিশ্বকাপের জন্য দল তৈরিতে ব্যস্ত নির্বাচকরা। যে কারণেও মনে করা হচ্ছে কিছুটা বাধ্য হয়েই সরে দাঁড়ালেন দিলশান। বিশ্বকাপ টি২০তে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান ছিল তাঁরই দখলে। ৩৯ বছর বয়সে দেশের সেরা ফিল্ডারও তিনি।

Advertisement

এই বছরের শুরুতে ব্যাক্তিগত কারণে ইংল্যান্ড সফরে যেতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া সিরিজে আবার ফেরেন দলে। যদিও তেমনভাবে এখনও সাফল্য আসেনি। তিনি শ্রীলঙ্কার চতুর্থ ব্যাটসম্যান যাঁর ব্যাট থেকে এসেছে ১০ হাজার ওয়ান ডে রান। সঙ্গে তাঁর অফ স্পিনের দৌলতে রয়েছে ১০৬ উইকেটও। এর আগে রয়েছেন সনৎ জয়সূর্য, কুমার সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে। ২০১০ থেকে ২০১২ জানুয়ারি পর্যন্ত দেশের অধিনায়কত্বও করেছেন তিনি।

আরও খবর

Advertisement

গোলাপি বল শাসন করে সুদীপের সেঞ্চুরি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement