Chinnaswamy Stadium

মাঠে ঢুকে বিরাট-ছবি 

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারত যখন ফিল্ডিং করছিল, তখন এই ঘটনা ঘটে বেঙ্গালুরুতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ০৭:১৯
Share:

অনুপ্রবেশ: মাঠে ঢোকা দর্শক ছবি তুলছেন বিরাটের সঙ্গে। ছবি: টুইটার।

জৈব সুরক্ষা বলয়ের নিরাপত্তার মধ্যেও চিন্নাস্বামীতে ঢুকে পড়লেন তিন দর্শক। এক জন আবার বিরাট কোহলির সঙ্গে ছবিও তুললেন!

Advertisement

রবিবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারত যখন ফিল্ডিং করছিল, তখন এই ঘটনা ঘটে বেঙ্গালুরুতে। নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে তিন দর্শক মাঠে নেমে পড়েন। সুযোগ বুঝে এক জন তো আবার বিরাটের পাশে দাঁড়িয়ে ছবিও তুলে ফেলেন। যে ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। এর পরে নিরাপত্তারক্ষীরা এই দর্শকদের মাঠ থেকে বার করে দেন। চিন্নাস্বামীতে একশো শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

পরে এই নিয়ে যশপ্রীত বুমরাকে প্রশ্ন করা হলে ভারতীয় পেসার ব্যাপারটাকে গুরুত্ব দিতে চাননি। তবে তিনি এটা স্বীকার করেছেন, নিরাপত্তার ব্যাপারটা অবশ্যই প্রাসঙ্গিক। তাঁর কথায়, ‘‘আমাদের হাতে ব্যাপারটা নেই। তবে নিরাপত্তার একটা ব্যাপার তো থাকেই। হঠাৎ আমরা দেখলাম, মাঠে লোক ঢুকে পড়ল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement