জৈব সুরক্ষা বলয় ভেঙে এ ভাবেই ইংল্যান্ডে ঘুরে বেড়াচ্ছিলেন কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা। ফাইল চিত্র
ইংল্যান্ডে জৈব সুরক্ষা বলয় ভেঙেছিলেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার। তার জন্য কড়া শাস্তির মুখে পড়লেন তাঁরা। কুশল মেন্ডিস, দনুষ্কা গুণতিলকা ও নিরোশন ডিকওয়েলাকে কঠোর শাস্তি দিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য তাঁদের নির্বাসনে পাঠাল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ছয় মাস কোনও ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারবেন না এই তিন ক্রিকেটার। এর পাশাপাশি শ্রীলঙ্কার মুদ্রায় এক লক্ষ টাকা জরিমানাও দিতে হবে তাঁদের।
গভীর রাতে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার কুশল মেন্ডিস এবং ডিকওয়েলাকে দেখা যায় ডারহামের রাস্তায় বসে আড্ডা মারতে। কিছু ছবিতে তাঁদের ধূমপান করতেও দেখা গিয়েছিল। পরে তদন্ত করতে গিয়ে দেখা যায় দনুষ্কাও ছিলেন এই দুই ক্রিকেটারের সঙ্গে। তখনই এই তিন ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।
নির্বাসনের ফলে টি২০ বিশ্বকাপে খেলা হবে না এই তিন ক্রিকেটারের।