Thomas Cup

টমাস কাপ জিতে নিল ভারত, ৭৩ বছরের ইতিহাসে প্রথম বার

১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া। তাদের বিরুদ্ধে প্রথম বার এই প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় দল। রূপো নিশ্চিত করে ইতিমধ্যেই ইতিহাসে লক্ষ্যরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১১:২৩
Share:

ছবি: পিটিআই

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৫:৩৮ key status

স্ট্রেট গেমে জিতলেন শ্রীকান্ত

ইতিহাস গড়ল ভারত। প্রথম বার টমাস কাপ জিতল তারা।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৪:৫৭

দ্বিতীয় গেমে এগিয়ে শ্রীকান্ত

১১-৮ ব্যবধানে এগিয়ে শ্রীকান্ত।

Advertisement
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৪:৪৩

এগিয়ে রয়েছেন শ্রীকান্ত

তৃতীয় ম্যাচে খেলছেন শ্রীকান্ত। প্রথম গেমে তিনি এগিয়ে ১৬-১৫।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৪:১৯ key status

দ্বিতীয় ম্যাচ ভারতের পকেটে

চিরাগ এবং সাত্ত্বিক হারিয়ে দিলেন ইন্দোনেশিয়াকে। খেলার ফল ১৮-২১, ২৩-২১, ২১-১৯। আর একটি ম্যাচ জিতলেই টমাস কাপ ভারতের।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৪:০০

তৃতীয় গেমে এগিয়ে ভারত

১১-৯ ব্যবধানে এগিয়ে চিরাগরা। এই গেম জিতলে টমাস কাপের ফাইনালে ২-০ এগিয়ে যাওয়ার সুযোগ ভারতের সামনে।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৩:৪৯ key status

পিছিয়ে গিয়েও গেম জিতল ভারত

চিরাগ এবং সাত্ত্বিকের লড়াই বাড়িয়ে দিল ভারতের উৎসাহ। পিছিয়ে থেকেও যে ম্যাচ জেতা যায়, তা বুঝিয়ে দিল ভারতীয় জুটি।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৩:৩৬

ম্যাচে ফিরল ইন্দোনেশিয়া

১৪-১৬ ব্যবধানে পিছিয়ে গেল ভারত।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৩:৩০

এগিয়ে রয়েছে ভারত

ডাবলসে ভারত এগিয়ে ১১-৬ ব্যবধানে।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৩:২৬

দ্বিতীয় গেমে এগিয়ে ভারত

৭-৪ ব্যবধানে এগিয়ে ভারত। চিরাগরা চেষ্টা করছেন ইন্দোনেশিয়ার ডাবলসে সেরা দুই খেলোয়াড়কে হারানোর।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৩:২২

ডাবলসে প্রথম গেমে হার

চিরাগরা প্রথম গেমে হেরে গেলেন ১৮-২১ ব্যবধানে।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৩:০৪

সোনার পথে এক পা এগলো ভারত

লক্ষ্য সেন জেতায় কিছুটা স্বস্তিতে ভারত। পরের ম্যাচে চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডির জুটি মুখোমুখি হবে মহম্মদ এহসান এবং কেভিন সঞ্জয় সুকামুজোর।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১২:৫৪ key status

টমাস কাপের ফাইনালে বিরাট জয়

প্রথম ম্যাচে ভারতকে এগিয়ে দিলেন লক্ষ্য সেন। ইন্দোনেশিয়ার জিনটিংকে হারিয়ে দিলেন তিনি। 

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১২:৩৫

পিছিয়ে পড়লেন লক্ষ্য

২-৫ ব্যবধানে পিছিয়ে রয়েছেন লক্ষ্য। এই গেম হারলে ম্যাচটাই হেরে যাবেন লক্ষ্য।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১২:২৭ key status

ম্যাচের ফল ১-১

দ্বিতীয় গেমে জয় পেলেন লক্ষ্য। শেষ গেম জিতলেই ম্যাচ পকেটে তাঁর।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১২:১৮

দ্বিতীয় গেমে এগিয়ে লক্ষ্য

জিনটিংয়ের বিরুদ্ধে দ্বিতীয় গেমে ১১-৭ ব্যবধানে এগিয়ে লক্ষ্য। 

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১২:০৮ key status

প্রথম গেমে হার

লক্ষ্য হেরে গেলেন ৮-২১ ব্যবধানে। পরের গেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় লক্ষ্য।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১২:০১

পিছিয়ে পড়লেন লক্ষ্য

লক্ষ্যর কিছু ভুলেই এগিয়ে গেল বিপক্ষ। 

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১১:৪৯

এগিয়ে গেলেন লক্ষ্য

৩-২ ব্যবধানে এগিয়ে গেলেন ভারতের লক্ষ্য।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১১:৪৫

কোর্টে নামলেন লক্ষ্য

প্রথম ম্যাচ লক্ষ্যর। কোর্টে নামার আগে ভারতীয় খেলোয়াড়দের দেশের নামে জয়ধ্বনি।

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১১:৩৮

লক্ষ্য সেনের লক্ষ্য

কোর্টে নামার জন্য উদগ্রীব লক্ষ্য। জয়ের জন্য মরিয়া ভারতীয় শাটলাররা। প্রথম ম্যাচ খেলবেন লক্ষ্য। তাঁর সামনে ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement