তৃতীয় ম্যাচে খেলছেন শ্রীকান্ত। প্রথম গেমে তিনি এগিয়ে ১৬-১৫।
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৪:১৯
দ্বিতীয় ম্যাচ ভারতের পকেটে
চিরাগ এবং সাত্ত্বিক হারিয়ে দিলেন ইন্দোনেশিয়াকে। খেলার ফল ১৮-২১, ২৩-২১, ২১-১৯। আর একটি ম্যাচ জিতলেই টমাস কাপ ভারতের।
Advertising
Advertising
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৪:০০
তৃতীয় গেমে এগিয়ে ভারত
১১-৯ ব্যবধানে এগিয়ে চিরাগরা। এই গেম জিতলে টমাস কাপের ফাইনালে ২-০ এগিয়ে যাওয়ার সুযোগ ভারতের সামনে।
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৩:৪৯
পিছিয়ে গিয়েও গেম জিতল ভারত
চিরাগ এবং সাত্ত্বিকের লড়াই বাড়িয়ে দিল ভারতের উৎসাহ। পিছিয়ে থেকেও যে ম্যাচ জেতা যায়, তা বুঝিয়ে দিল ভারতীয় জুটি।
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৩:৩৬
ম্যাচে ফিরল ইন্দোনেশিয়া
১৪-১৬ ব্যবধানে পিছিয়ে গেল ভারত।
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৩:৩০
এগিয়ে রয়েছে ভারত
ডাবলসে ভারত এগিয়ে ১১-৬ ব্যবধানে।
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৩:২৬
দ্বিতীয় গেমে এগিয়ে ভারত
৭-৪ ব্যবধানে এগিয়ে ভারত। চিরাগরা চেষ্টা করছেন ইন্দোনেশিয়ার ডাবলসে সেরা দুই খেলোয়াড়কে হারানোর।
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৩:২২
ডাবলসে প্রথম গেমে হার
চিরাগরা প্রথম গেমে হেরে গেলেন ১৮-২১ ব্যবধানে।
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৩:০৪
সোনার পথে এক পা এগলো ভারত
লক্ষ্য সেন জেতায় কিছুটা স্বস্তিতে ভারত। পরের ম্যাচে চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডির জুটি মুখোমুখি হবে মহম্মদ এহসান এবং কেভিন সঞ্জয় সুকামুজোর।
শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১২:৫৪
টমাস কাপের ফাইনালে বিরাট জয়
প্রথম ম্যাচে ভারতকে এগিয়ে দিলেন লক্ষ্য সেন। ইন্দোনেশিয়ার জিনটিংকে হারিয়ে দিলেন তিনি।