প্রতীকী ছবি।
যাবতীয় আলোচনার অবসান। অতিমারি-সহ একাধিক কারণে চলতি মরসুমের (২০২০-২১) কলকাতা লিগ স্থগিত রাখল আইএফএ। আগামী মরসুমের (২০২১-২২) কলকাতা লিগ শুরু হবে জুন মাস থেকে। বৃহস্পতিবার কলকাতা লিগের ক্লাবগুলির সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্তই জানালেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।
এ দিন কলকাতা প্রিমিয়ার লিগের দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন আইএফএ কর্তারা। সেখানেই সবর্সম্মত ভাবে এই সিদ্ধান্ত নেন তাঁরা। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গ কাপ। ১৬ এপ্রিল থেকে শুরু হবে আইএফএ পরিচালিত ফুটসল কাপ।
আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের কথায়, ‘‘ক্লাবগুলির বক্তব্য শোনার পরেই এই মরসুমে প্রিমিয়ার লিগ-সহ কলকাতা লিগের খেলা না করার সিদ্ধান্ত। আগামী জুন মাস থেকে পরের মরসুমের প্রিমিয়ার লিগ ও কলকাতা লিগ হবে। সেখানে তিন বড় দলই খেলবে।’’এ দিনের বৈঠকে এটিকে-মোহনবাগান, এসসি ইস্টবেঙ্গল, মহমেডান-সহ সব দলের কর্তারাই হাজির ছিলেন। জানা গিয়েছে, বৈঠকের শুরুতে ভিন রাজ্যে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকা নিয়ে আলোচনা হয়। সামনেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। ফলে পুলিশ পাওয়া নিয়ে সমস্যা হতে পারে বলেও কেউ কেউ তা বলেন।