Sachin Tendulkar

কোহালিদের কাজ এবার বেশি কঠিন হবে, মনে করছেন সচিন তেন্ডুলকর

ওয়ার্নার, স্মিথ ছাড়াও মার্নাস লাবুশানের কথাও আলাদা করে বলেছেন সচিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৬:২১
Share:

সচিন তেন্ডুলকর। -ফাইল চিত্র।

গতবারের থেকে এবার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের কাজটা বেশি কঠিন হবে, জানিয়ে দিলেন সচিন তেন্ডুলকর। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের উপস্থিতির জন্যই এবারের সিরিজটা বিরাট কোহালিদের জন্য বেশি কঠিন হবে মনে করছেন সচিন।

Advertisement

ওয়ার্নার, স্মিথ ছাড়াও মার্নাস লাবুশানের কথাও আলাদা করে বলেছেন সচিন। তিনি বলেন, ‘‘আগেরবার অস্ট্রেলিয়া দলে তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল না, যারা এবার রয়েছে। ওয়ার্নার, স্মিথ এবার রয়েছে। একই সঙ্গে বলব লাবুশানের নামও। এই তিনজনের জন্য এবারের অস্ট্রেলিয়া দল কিন্তু আগের থেকে অনেক ভাল। হঠাৎ সিনিয়র প্লেয়াররা না থাকলে যেকোনও দলে একটা শূন্যতা তৈরি হয়। অস্ট্রেলিয়া দলে গতবার ঠিক এটাই হয়েছিল।’’

বল বিকৃতির অভিযোগে নির্বাসিত থাকার জন্য গত সিরিজে ছিলেন না ওয়ার্নার, স্মিথ। আর লাবুশানের তখন টেস্ট অভিষেকই হয়নি।

Advertisement

আরও পড়ুন: গত সিরিজের সাফল্য এ বার পূজারা মাথায় রাখছেন না

এবার ভারতের বোলিং আক্রমণ আগের তুলনায় বেশি ভাল কিনা জানতে চাইলে সচিন বলেন, ‘‘এরকম তুলনা করা ঠিক নয়। একটা সময়ের সঙ্গে আরেকটা সময়ের তফাৎ আছে। তাই তুলনা টানাটা আমার পছন্দ নয়। তবে এটুকু বলতে পারি, এটা পরিপূর্ণ বোলিং আক্রমণ। ফলে যে ধরণের উইকেটেই খেলতে হোক না কেন, ভারতীয় দলের বোলিং বিভাগে সব মশলাই মজুত আছে। বল সুইং করাতে পারে, এরকম বোলার আছে। যদি কোনও সময়ে বোলিংয়ে বৈচিত্র্য আনার দরকার হয়, সেরকম বোলারও আছে। রিস্ট স্পিনার আছে। আমাদের ফিঙ্গার স্পিনারও আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement