আর্সেন ওয়েঙ্গার কি আগামী মরসুমেও আর্সেনাল কোচ থাকবেন?
ফুটবলবিশ্বে এটাই এখন কোটি টাকার প্রশ্ন। তবে সারা বিশ্ব যখন ওয়েঙ্গারের কটাক্ষে ব্যস্ত, আর্সেনাল কোচ পাশে পেলেন জেমি রেডন্যাপ ও তাঁর প্রাক্তন ছাত্র থিয়েরি অঁরিকে।
ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে আর্সেনালের খারাপ পারফরম্যান্স দেখে অবাক রেডন্যাপ। যাঁর মতে, ম্যানেজারের উপর চাপ বাড়াতে ইচ্ছাকৃত ভাবেই খারাপ পারফরম্যান্স দিচ্ছে আর্সেনাল। ‘‘যখন কোনও ম্যানেজারকে সরাতে হয় তখনই এতটা খারাপ খেলে কোনও দল। আর্সেনালের খেলা দেখেও মনে হচ্ছে আর কেউ ওয়েঙ্গারের কোচিংয়ে খেলতে চাইছে না। ইচ্ছাটাই চলে গিয়েছে।’’ ওয়ালকট-বেলেরিনদের বিরুদ্ধে তোপ দেগে প্রাক্তন লিভারপুল তারকা রেডন্যাপ যোগ করেন, ‘‘ওয়েঙ্গার সব সময় নিজের ফুটবলারদের পাশে থেকেছে। ফুটবলাররা কোনও ভুল করলেও বাঁচিয়ে এসেছে। আর আজ সেই ফুটবলাররাই এতটা খারাপ খেলছে। ফুটবলারদের লজ্জা হওয়া উচিত।’’
ওয়েঙ্গারের অধীনে সবচেয়ে সফল ফুটবলার থিয়েরি অঁরি বলছেন, ‘‘আর্সেনাল শুধু বলদখলে রেখে গেল। ৭০ শতাংশ বল পজেশন নিয়ে কোনও সুযোগ না তৈরি করতে পারলে লাভ কী? প্রিমিয়ার লিগে জিততে গেলে আরও ভাল খেলতে হয়। জেতার খিদে দেখাতে হয়। সে সব পেলাম না এই আর্সেনাল দলে।’’
ওয়েঙ্গারের ভবিষ্যৎ ছাড়াও অ্যালেক্সিস সাঞ্চেজের ফিটনেস নিয়েও রয়েছে ধোঁয়াশা। ওয়েস্ট ব্রম ম্যাচে চোট পান স্যাঞ্চেজ। ওয়েঙ্গার বলছেন, ‘‘স্যাঞ্চেজের চোট কতটা গুরুতর সেটা বোঝা যাচ্ছে না।’’