Cricket

‘মাহমুদুল্লাহর মধ্যে ধোনির ছায়া দেখতে পাচ্ছি’

ভারত-বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ দারুণ জমে গিয়েছে। নাগপুরের দিকে তাকিয়ে ক্রিকেটভক্তরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ ১৬:১৯
Share:

মাহমুদুল্লাহর নেতৃত্ব মন কেড়েছে প্রাক্তন ক্রিকেটারদের। ছবি— এএফপি।

বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াধের মধ্যে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ছায়া খুঁজে পেলেন ইরফান পাঠান।

Advertisement

তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি রবিবার হবে নাগপুরে। নয়াদিল্লিতে হারের পরে রাজকোটে জিতে দুরন্ত ভাবে ফিরে এসেছে ভারত। রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিং করেছেন দ্বিতীয় টি টোয়েন্টিতে।

নাগপুরের ম্যাচের বল গড়ানোর আগে বাংলাদেশ অধিনায়কের প্রশংসা করে পাঠান বলছেন, “বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দলের বিরুদ্ধে ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। ক্যাপ্টেন হিসেবে নজর কেড়েছে মাহমুদুল্লাহ। ম্যাচ চলাকালীন যে ছোট ছোট পরিবর্তনগুলো এনেছে তা খুব কার্যকরী।’’

Advertisement

আরও পড়ুন: ‘এ কি পাখি? না এ তো ইউসুফ পাঠান!’ দুর্দান্ত ক্যাচের ভিডিয়ো ভাইরাল

মাহমুদুল্লাহর এই ছোট পরিবর্তনগুলো দেখেই পাঠানের মনে পড়ে যাচ্ছে ধোনির কথা। পাঠান আরও বলেন, ‘‘মাহমুদুল্লাহর নেতৃত্বের মধ্যে ধোনির ক্যাপ্টেন্সির মিল পাওয়া যাচ্ছে। পাওয়ার প্লের পরে পার্ট টাইম বোলারদের আক্রমণে আনত ধোনি। মাহমুদুল্লাহও একই ভাবে পার্ট টাইম বোলারদের ব্যবহার করছে।’’

ভারত-বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ দারুণ উত্তেজক জায়গায় পৌঁছে গিয়েছে। নাগপুরের দিকে তাকিয়ে ক্রিকেটভক্তরা। ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংহ মনে করেন, বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম তাঁর অভিজ্ঞতা দিয়ে তফাত গড়ে দিতে পারেন ম্যাচে। ভাজ্জি বলছেন, “মুশফিকুর রহিমের অভিজ্ঞতা প্রচুর। স্পিন ও পেস বোলিং খেলতে দক্ষ মুশফিকুর। ওকেই দায়িত্ব নিতে হবে।”

আরও পড়ুন: নির্বাসিত শাকিব খেললেন ফুটবল, ফেসবুকে সেই পোস্ট তুলল ঝড়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement