জুটি: ইডেনে বাংলার রঞ্জি প্রস্তুতি শিবিরে মুরলী ও লক্ষ্ণণ। নিজস্ব চিত্র
বাংলার রঞ্জি ট্রফি দলের চূড়ান্ত প্রস্তুতি বৃহস্পতিবার শুরু হলেও যোগ দিলেন না প্রজ্ঞান ওঝা। বাংলা দলের এই রঞ্জি-প্রস্তুতির জন্য এসেছেন ভিশন ২০২০-র তিন উপদেষ্টা ভিভিএস লক্ষ্মণ, মুথাইয়া মুরলীধরন এবং টি এ শেখর। প্রজ্ঞানের শহর হায়দরাবাদ থেকে আসা লক্ষ্মণের কাছেও তাঁর ব্যাপারে কোনও খবর নেই বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
শেষ পর্যন্ত রঞ্জি মরসুমে ওঝাকে পাওয়া যাবে কি না, সেটা এখনও অস্পষ্ট। তবে তাঁকে পাওয়া না গেলেও তাঁর বিকল্প স্পিনার বাংলাতেই রয়েছে বলে এ দিন জানালেন সিএবি-র স্পিন উপদেষ্টা, কিংবদন্তি স্পিনার মুরলীধরন। শিবিরে প্রথম দিনের পরে মুরলী বলেন, ‘‘ওঝার ব্যাপারটা আমার ঠিকমতো জানা নেই। ওর অভিজ্ঞতাটা অবশ্যই মূল্যবান। তবে শেষ পর্যন্ত ও না এলে ওর জায়গায় বিকল্প স্পিনার বাংলায় রয়েছে।’’
আরও পড়ুন: যে যে কারণে টি ২০ ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত ধোনির
প্রথম দিন বাংলার স্পিনারদের দেখে বেশ খুশি মুরলী বললেন, ‘‘সবাইকে আজ দেখলাম। গতবার ওদের যা দেখিয়ে দিয়ে গিয়েছিলাম, তা প্রায় সবাই ঠিকমতো অনুসরণ করেছে।’’ শুক্রবার থেকে এই স্পিনারদের নতুন পাঠ দেওয়া শুরু করবেন মুরলী। তবে বাংলার প্রতিভাবান অফস্পিনার আমির গনি এই শিবিরে নেই। বিশাখাপত্তনমে তাঁর অফিস ইন্ডিয়ান অয়েলের খেলা চলছে। আর অনূর্ধ্ব ২৩ দলের দুই স্পিনার শাহবাজ আহমেদ ও আদিত্য পুরোহিত এ বারই প্রথম মুরলীর তত্ত্বাবধানে পড়লেন ভিশন শিবিরে।
শিবিরের দুই সিনিয়র অশোক ডিন্ডা ও সুদীপ চট্টোপাধ্যায় লখনউয়ে দলীপ ট্রফিতে খেলছেন। মনোজ তিওয়ারি ও অভিমন্যু ঈশ্বরনও দলীপে যাবেন সোমবার। বাকিরা গতবারের রঞ্জি চ্যাম্পিয়ন গুজরাতের বিরুদ্ধে চলতি মাসের মাঝামাঝি দুটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন সুরাতে। বাংলার ক্রিকেটারদের এই প্রস্তুতি এ বার খুব উপকারে লাগবে বলে মনে করেন মুরলীধরন।