গ্রেগ-হরভজন। ফাইল চিত্র
প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের কোচ গ্রেগ চ্যাপেল ভারতীয় দলকে একেবারে ধ্বংস করে দিয়ে গিয়েছেন। মনে করেন হরভজন সিংহ। তিনি কোচ থাকাকালীনই শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হেরে ২০০৭ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিল ভারত। হরভজন জানিয়েছেন, গ্রেগের কোচিংয়ে ক্রিকেটজীবনের সব চেয়ে খারাপ সময় কাটান তিনি।
ইউ টিউবে আকাশ চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেছেন, ‘‘কী উদ্দেশ্য নিয়ে ভারতীয় দলের কোচ হয়েছিল গ্রেগ জানি না। ও আসার পরে দল একেবারে ধ্বংস হয়ে যায়।’’ যোগ করেন, ‘‘কী করে একটি শক্তিশালী দলকে দুর্বল বানানো যায়, তা গ্রেগের চেয়ে ভাল কেউ জানে না। দলের মধ্যে বিভাজন সৃষ্টি করত। চেষ্টা করত প্রত্যেককে ওর পুতুল বানিয়ে রাখতে। সংবাদমাধ্যমকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল। কেন কোচ হয়েছিল গ্রেগ?’’
২০০৭ বিশ্বাপে হারের পরে হরভজনের উপলব্ধি, ‘‘সেই সময় ভারতীয় দলে এমন সমস্যা তৈরি হয় যে, দেশের হয়ে খেলতেও আর ইচ্ছে করত না। ২০০৭-এর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আমার ক্রিকেটজীবনের সব চেয়ে খারাপ পর্যায়।’’
বিতর্কের দিনেই এক অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে আইসিসি-র নতুন নিয়ম নিয়ে প্রতিক্রিয়া দেন গ্রেগ। তিনি বলেন, ‘‘বলে থুতু ব্যবহার করতে না পারলে কোনও সমস্যা নেই। ঘামের ব্যবহরে তো অনুমতি আছে। তা ছাড়া থুতু অথবা ঘামে কোনও ফারাক বোঝা যায় না। বল চকচকে রাখতে সমস্যা হবে না।’’
আরও পড়ুন: আজ জিতলেই চ্যাম্পিয়ন বার্য়ান