ইন্দরজিৎ সিংহ। —ফাইল চিত্র।
শট-পাটার ইন্দরজিৎ সিংহ-এর ডোপ মামলার শুনানি আবার স্থগিত হয়ে গেল। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি যদিও সাময়িক নির্বাসন দিয়েছে পাঁচ জন অ্যাথলিটকে। ২০১৫তে এশিয়ান চ্যাম্পিয়ন হওয়া ইন্দরজিৎ ঠিক রিও অলিম্পিকের আগেই ডোপ কেসে জড়িয়ে পড়েন। তাঁর মূত্রের নমুনায় ‘বি’ স্যাম্পেল পাওয়া যাওয়ায় তিনি অলিম্পিকে অংশ নিতে পারেননি।
গত মাসেও নাডা বেশ কয়েকজনের ডোপ পরীক্ষা করেছিল। সেখানে কুস্তিগীর ভগবান (৭২ কেজি), অমিত (৭৪ কেজি) , বক্সার লক্ষ্য চাহার (৮০ কেজি)। এ ছাড়া আরও দুই অ্যাথলিট নিলম কুমারী (১০০ মিটার হার্ডেল) ও সৌরভ সিংহ (১০০ মিটার)। সকলকেই সাময়িক নির্বাসিত করা হয়েছে। নাডা এক প্রেস রিলিজে জানিয়েছে, ‘‘নাডার অ্যান্টি ডোপিং নিয়ম অমান্য করেছে এই অ্যাথলিটরা। তবে সকলকেই অ্যান্টি ডোপিং শৃঙ্খলারক্ষা কমিটির সামনে তাদের বক্তব্য রাখার সুয়োগ দেওয়া হবে।’’
গত অক্টোবরে সর্ব ভারতীয় পুলিশ কুস্তিতে সোনা জেতা সুমিত মূত্র পরীক্ষা না করিয়ে পালিয়ে গিয়েছিলেন। তাঁর মামলাও স্থগিত রাখা হয়েছে। গত মাসে একইভাবে স্থগিত হয়ে গিয়েছে পাওয়ার লিফটার সরিতা রানি ও বন্দনা দুবের মামলা।