শান্তি চান দানিল মেদভেদভরা। —ফাইল ছবি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘোষণায় শান্ত ইউক্রেনের আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়। বাতাসে বারুদের গন্ধ। উদ্ধত কালাশনিকভ এবং সেনা জওয়ানদের ভারী বুটের শব্দে আতঙ্কের প্রহর গুনছেন সে দেশের সাধারণ মানুষ।
এরপর কী? এই ভেবেই আশঙ্কায় গোটা বিশ্ব। পরিস্থিতির উপর নজর রাখছেন বিশ্বের তাবড় নেতারা। কিন্তু, প্রবল শক্তিশালী রাশিয়াকে ঠেকাবে কে!
এর মধ্যেই শান্তি ফেরানোর আহ্বান দানিল মেদভেদভ, আন্দ্রে রুবলেভের মতো রাশিয়ার টেনিস তারকাদের। নোভাক জোকোভিচকে সরিয়ে আগামী সোমবারই মেদভেদভ এটিপি ক্রমতালিকায় এক নম্বরে উঠে আসবেন সরকারি ভাবে। টেনিস জীবনে এমন খুশির সময়ই তাঁর দেশ জড়িয়েছে সামরিক সংঘাতে। গোটা পরিস্থিতিতে উদ্বিগ্ন রাশিয়ার টেনিস তারকা। মেদভেদভ বলেছেন, ‘‘আমি শান্তির পক্ষে। এক দিকে যুদ্ধের খবর শোনা আর অন্য দিকে খেলা সহজ নয়।’’ বিশ্বের নতুন এক নম্বর টেনিস তারকা চান শান্তি। চান, আলোচনার টেবলে মিটুক সমস্যা। ২৬ বছরের তারকা বলেছেন, ‘‘এক জন টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের সর্বত্র শান্তি চাইব। আমরা বিভিন্ন দেশের খেলোয়াড়দের বিরুদ্ধে খেলি। জুনিয়র পর্যায় থেকে পেশাদার টেনিসে বহু দেশের খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। এই ধরনের খবর শোনা খুব কঠিন। আমি শান্তি চাই।’’
এই মুহূর্তে মেক্সিকো ওপেন খেলছেন মেদভেদভ। জাপানের ইয়োশিহিতো নিশিয়োকাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। শেষ চারের লড়াইয়ে তিনি মুখোমুখি রাফায়েল নাদালের। বিভিন্ন দেশের খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্ব বা সুসম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘‘আমার সতীর্থ আন্দ্রে রুবলেভ গত সপ্তাহেই ইউক্রেনের ডেনিস মোলকানোভের সঙ্গে জুটি বেঁধে একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।’’ তাঁর মতে, দেশে দেশে যুদ্ধ-অশান্তি খেলোয়াড়দের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। কোর্টের পারফরম্যান্সকেও প্রভাবিত করতে পারে। সকলকে এক সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন এটিপি ক্রমতালিকায় এক নম্বরে উঠে আসা টেনিস তারকা।
অন্য দিকে দুবাই ওপেনে ব্যস্ত বিশ্বের সাত নম্বর রুশ তারকা রুবলেভ। তাঁর নিজের দেশের হাতে আক্রান্ত ডাবলস পার্টনারের দেশ। বলেছেন, ‘‘এ রকম সময় মনে হয় টেনিস বোধ হয় ততটা গুরুত্বপূর্ণ নয়। আমার খেলা গুরুত্বপূর্ণ নয়। বরং কী হচ্ছে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বে শান্তি থাকা কতটা জরুরি সেটা সকলকে বুঝতে হবে। সকলের উচিত পরস্পরকে শ্রদ্ধা করা। আমাদের এক সঙ্গে থাকতে হবে। এক সঙ্গে বাঁচতে হবে। পৃথিবীকে রক্ষা করতে হবে সবাই মিলে। একে অপরকে রক্ষা করতে হবে।’’