Sania Mirza

ফের কোর্টে নামছেন সানিয়া, লক্ষ্য টোকিয়ো অলিম্পিক্স

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১৭
Share:

প্রত্যাবর্তন ঘটাচ্ছেন টেনিস সুন্দরী। ফাইল চিত্র

ফের কোর্টে ফিরছেন সানিয়া মির্জা। দোহা ওপেনে খেলবেন তিনি। সোমবার থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। প্রথম দিনই নামছেন সানিয়া।

Advertisement

মহিলাদের ডাবলসে খেলবেনে সানিয়া। তাঁর সঙ্গী স্লোভনিয়ার আন্দ্রেয়া ক্লেপাচ। অবাছাই জুটি সানিয়াদের প্রথম রাউন্ডে খেলতে হবে আর এক অবাছাই জুটি ইউক্রেনের দুই বোন নাদিয়া এবং লিউদমিলা কিচেনকের সঙ্গে। এই মুহূর্তে ডাবলসে সানিয়া বিশ্ব ক্রমতালিকায় ৯ নম্বরে রয়েছেন। ক্লেপাচ রয়েছেন ৪০ নম্বরে।

মাতৃত্বের ছুটি কাটিয়ে সানিয়া দুই বছর পর ২০২০-র জানুয়ারিতে কোর্টে ফিরেছিলেন। ছয় বারের গ্র্যান্ড স্লাম জয়ী কোর্টে ফিরেই হোবার্ট ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়নও হয়েছিলেন। সেবার তাঁর জুটি ছিলেন এবার উল্টো দিকে থাকা নাদিয়া কিচেনক। তারপর কোভিডের জন্য দুই মাসের মধ্যে গোটা টেনিস মরসুমই বন্ধ হয়ে যায়। সানিয়া নিজেও করোনা আক্রান্ত হন।

Advertisement

কিন্তু এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তাই ফের কোর্টে নামার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু দোহা ওপেনে খেলাই নয়, সানিয়ার মাথায় রয়েছে টোকিয়ো অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের বিষয়টিও। কোভিডের জন্য ২০২০ সালের অলিম্পিক্স এক বছর পিছিয়ে এবার হওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement