Daneil Cyrus

ড্যানিয়েলের চোট নিয়ে অস্বস্তি সবুজ-মেরুন শিবিরে

আই লিগের প্রথম পর্বে কল্যাণীতে মোহনবাগানকে ৪-২ চূর্ণ করেছিল চার্চিল। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন প্লাজ়া। বাকি দু’টো গোলের ক্ষেত্রেও প্রধান ভূমিকা নিয়েছিলেন ত্রিনিদাদ ও টোব্যাগো স্ট্রাইকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৪
Share:

ফুরফুরে: অনুশীলনের পরে ড্যানিয়েলের (বাঁ-দিকে) সঙ্গে দেবজিৎ, আজহারউদ্দিন ও বিক্রমজিৎ । শনিবার। নিজস্ব চিত্র

নেরোকা এফসির বিরুদ্ধে দুরন্ত জয়ের চব্বিশ ঘণ্টার মধ্যেই চার্চিল ব্রাদার্স ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেল মোহনবাগান শিবিরে। কোচ কিবু ভিকুনা ব্যস্ত উইলিস প্লাজ়াকে আটকানোর রণনীতি তৈরিতে।

Advertisement

আই লিগের প্রথম পর্বে কল্যাণীতে মোহনবাগানকে ৪-২ চূর্ণ করেছিল চার্চিল। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন প্লাজ়া। বাকি দু’টো গোলের ক্ষেত্রেও প্রধান ভূমিকা নিয়েছিলেন ত্রিনিদাদ ও টোব্যাগো স্ট্রাইকার। অথচ প্লাজ়াকে আটকানোর জন্য ম্যাচের তিন-চার দিন আগে থেকেই ড্যানিয়েল সাইরাস, ফ্রান গঞ্জালেস ও ফ্রান মোরান্তেকে বিশেষ অনুশীলন করিয়েছিলেন স্পেনীয় কোচ। তবুও চার্চিল স্ট্রাইকারকে থামানো যায়নি। এ বার পরিস্থিতি আরও কঠিন। ঊরুর চোটের কারণে ড্যানিয়েল এখনও পুরোপুরি অনুশীলন করতে পারছেন না। শনিবার দুপুরে দেখা গেল, মাঠের বাইরে ফিজিক্যাল ট্রেনারের কাছে পেশির শক্তি বাড়ানোর অনুশীলন করছেন ড্যানিয়েল। কিন্তু কিছু ক্ষণ পরেই ঊরুতে আইসপ্যাক বেঁধে বসে পড়লেন। গোয়ায় চার্চিলের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ ২২ ফেব্রুয়ারি। তার আগে কি সুস্থ হয়ে উঠবেন ড্যানিয়েল? অনুশীলনের পরে চিন্তিত কিবু বললেন, ‘‘ড্যানিয়েল ট্রেনিং শুরু করে দিয়েছে। দেখা যাক কী হয়।’’ ড্যানিয়েল অবশ্য আশাবাদী চার্চিলের বিরুদ্ধে খেলা নিয়ে। বলছিলেন, ‘‘যে কোনও মূল্যে চার্চিলের বিরুদ্ধে আমি খেলতে চাই। এখনও সাত দিন সময় রয়েছে। আশা করছি, তার মধ্যেই ফিট হয়ে যাব।’’ চার্চিলের বিরুদ্ধে ম্যাচটা ড্যানিয়েলের কাছেও নিজেকে প্রমাণ করার। প্লাজ়ার সঙ্গে দ্বৈরথে কখনও জিততে পারেননি তিনি। প্রথম পর্বের ম্যাচের আগে চার্চিল স্ট্রাইকার সেই প্রসঙ্গ তুলে খোঁচাও দিয়েছিলেন। বলেছিলেন, ‘‘ড্যানিয়েল আর আমি দু’জনেই ত্রিনিদাদ ও টোব্যাগোর। কিন্তু এক ক্লাবের হয়ে কখনও খেলিনি। বরাবরই আমরা প্রতিপক্ষ। তবে এখনও পর্যন্ত ও জিততে পারেনি। এ বারও পারবে না।’’ প্লাজ়ার ভবিষ্যদ্বাণীই মিলে গিয়েছিল। সেই যন্ত্রণা এখনও কাঁটার মতো বিঁধে রয়েছে ড্যানিয়েলের মনে। এই কারণেই মরিয়া চার্চিলের বিরুদ্ধে খেলার জন্য।

নেরোকার বিরুদ্ধে লাল কার্ড দেখে ছিটকে গিয়েছেন রক্ষণের আর এক ভরসা ধনচন্দ্র সিংহও। তাঁর জায়গায় লালরাম চুলোভাকে খেলাতে পারেন কিবু। নেরোকার বিরুদ্ধে প্রথম দলে খেলা ফুটবলারদের শনিবার বিশ্রাম দেন সবুজ-মেরুন কোচ। শুধু মোরান্তে ও সুহের ভি পি মাঠে এসেছিলেন। যদিও তাঁরা অনুশীলন করেননি। বাকি ফুটবলারদের দু’দলে ভাগ করে অনুশীলন ম্যাচ খেলান স্পেনীয় কোচ। জানালেন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ম্যাচের দু’দিন আগেই গোয়া পৌঁছে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

Advertisement

নেরোকার বিরুদ্ধে একটি গোল করেছিলেন মোরান্তেও। তিনিও চার্চিলকে নিয়ে উদ্বিগ্ন। বললেন, ‘‘চার্চিল দারুণ শক্তিশালী দল। প্লাজ়া তো ভয়ঙ্কর। এ বার ওরা ঘরের মাঠে খেলবে। তাই লড়াই আরও কঠিন।’’

গাঁটছড়ায় সম্মতি: সামনের মরসুমে এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে ইন্ডিয়ান সুপার লিগে খেলার সম্মতি দিলেন মোহনবাগানের সদস্যেরা। এটিকের সঙ্গে সংযুক্তিকরণ নিয়ে শনিবার বার্ষিক সাধারণ সভা হয় ক্লাব তাঁবুতে। চুক্তি অনুযায়ী এটিকে-কে আশি শতাংশ অংশীদারিত্ব ছেড়ে দেওয়ায় ফুটবল দল গঠনের ব্যাপারে সবুজ-মেরুন কর্তাদের কার্যত কোনও ক্ষমতাই নেই। চুক্তি সই হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন সমর্থকেরা। অথচ শনিবার ক্লাব তাঁবুতে সাধারণ বার্ষিক সভায় তা নিয়ে প্রশ্নই তোলেনি সদস্যেরা। কর্তারা ক্লাবের সদস্যদের জানান, দল গঠনের জন্য অর্থ জোগাড়ের ক্ষমতা তাঁদের ছিল না বলেই এই চুক্তি করতে হয়েছে। তবে সদস্যরা যে সুযোগসুবিধা আগে পেতেন, তাই পাবেন। ক্লাবের জার্সির রং বা প্রতীকের কোনও বদল হচ্ছে না। আয়-ব্যয়ের হিসাবে এক কোটি টাকার উপরে দেনা দেখানো হয়েছে। সভার সভাপতি বলেন, ‘‘আমরা চাই ইস্টবেঙ্গলও আইএসএল খেলুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement