Cricket

ভেঙে গেল রোহিত শর্মার রেকর্ড!

স্কুল টুর্নামেন্টে রিজভি স্প্রিংফিল্ডের হয়ে ব্যাট করতে নেমে ২৬৫ রান তোলেন অভিনব।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ১৭:৩৮
Share:

এই খুদেই টপকে গিয়েছে রোহিত শর্মার করা সর্বোচ্চ রান। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।।

শ্রীলঙ্কার বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে রোহিত শর্মার করা ২৬৪ রান একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রান। সেই পাহাড় প্রমাণ রান টপকে গেল মুম্বইয়ের কিশোর অভিনব সিংহ। তবে কোনও আন্তর্জাতিক আঙিনায় নয়। আইপিএলের অন্যতম ফ্রানচাইজি মুম্বই ইন্ডিয়ানস আয়োজিত ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টে।

Advertisement

আইপিএলের অন্যতম ধারাবাহিক দলের কথা বলতে গেলে প্রথমেই আসে মুম্বই ইন্ডিয়ান্সের নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর মোচ তিনবার খেতাব জিতেছে তাঁরা। ক্রিকেটে যুবদের অংশগ্রহণ বাড়াতে প্রতি বছর মুম্বইয়ে ইন্টার স্কুল টুর্নামেন্টের আয়োজন করে তারা। সেই টুর্নামেন্টের ম্যাচেই রোহিতের রেকর্ড ভেঙেছে অভিনব।

স্কুল টুর্নামেন্টে রিজভি স্প্রিংফিল্ডের হয়ে ব্যাট করতে নেমে ২৬৫ রান তোলেন অভিনব। তার এই বিশাল রানে ভর করেই স্কুল টুর্নামেন্টের প্রথম দিনেই বড় রানে জয় তুলে নেয় রিজভি স্প্রিংফিল্ড।

Advertisement

২০১৪ সালে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচ জিতেছিল ভারত। সেই ম্যাচে ১৭৩ বলে ২৬৪ রান করে ভারতের জয়ের পথ মসৃণ করেছিলেন রোহিত শর্মা। সেই রানের চূড়া টপকে গেলেন অভিনব। এই রেকর্ড ভাঙার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ নিয়ে ব্যস্ত রোহিত অভিনবকে কী বলেন সে দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট প্রেমীরা।

আরও পড়ুন: লেবু নিয়ে কী বললেন পৃথিবীর এক নম্বর টেনিস তারকা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement