টিম ইন্ডিয়ার এই আবহকেই মিস করছেন রোহিত শর্মা। ছবি: পিটিআই।
করোনাভাইরাসের কারণে স্তব্ধ ক্রিকেটমহল। অনিশ্চিত দেখাচ্ছে আইপিএল। কবে অনুশীলন শুরু হবে, তারও ঠিক নেই। এই পরিস্থিতিতে সতীর্থদের ‘মিস’ করছেন রোহিত শর্মা।
বাইশ গজে শেষবার নিউজিল্যান্ডে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’কে। পায়ের চোটের জন্য অবশ্য পঞ্চম ও শেষ টি-টোয়েন্টির পর খেলতে পারেননি। ওয়ানডে সিরিজ ও টেস্ট সিরিজ না খেলে দেশে ফিরতে হয় তাঁকে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে খেলার কথা ছিল তাঁর। কিন্তু, আইপিএল পিছিয়ে গিয়েছে অনির্দিষ্টকালের জন্য।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার সেরা ফিল্ডার কে? সুরেশ রায়না বললেন...
আরও পড়ুন: ‘ধোনি যখন প্যাড পরতে বলল, তখন ড্রেসিংরুমে বসে স্যান্ডউইচ খাচ্ছিলাম’
লা লিগার ফেসবুক পেজ-এ রোহিত বলেছেন, “হ্যাঁ, আমি মিস করছি সতীর্থদের। ওদের সঙ্গে সময় কাটানো, মজা করা, সব মিস করছি। বছরের মধ্যে ৩০০ দিনই তো আমরা একসঙ্গে কাটাই। একসঙ্গে খেলি, ট্র্যাভেল করি। একটা পরিবারের মতো হয়ে উঠেছি। তাই ওদের সঙ্গে মিলিত হতে চাই দ্রুত। আর নেটে যতটা সম্ভব ব্যাটে-বলে করতে চাই।” তিনি আরও বলেছেন, “ভারতে কিছু জায়গা অনেক বেশি করোনা-আক্রান্ত। আবার কিছু জায়গায় সংক্রমণ কম। আশা করছি সেই জায়গাগুলো মুম্বইয়ের তুলনায় তাড়াতাড়ি স্বাভাবিক হবে। যেখানে আমি থাকি, সেই মুম্বই মারাত্মক ভাবে করোনার শিকার হয়েছে।”