Team India

টেস্টের ক্রমতালিকায় শীর্ষে কোহলীরা, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন উইলিয়ামসনরা

ক্রমতালিকায় নেমে গিয়েছে অস্ট্রেলিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৪:৩৬
Share:

বিরাট কোহালি। —ফাইল চিত্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষস্থানে ভারত। ১৮ জুন থেকে শুরু ফাইনাল। তার আগে ক্রমতালিকায় শীর্ষে থাকা আত্মবিশ্বাস জোগাবে বিরাট কোহলীদের। তবে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের থেকে ১ রেটিং পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রাখল ভারত।

Advertisement

ভারত এবং নিউজিল্যান্ডের স্থান পরিবর্তন না হলেও ক্রমতালিকায় নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। ৩ নম্বর থেকে নেমে চতুর্থ স্থানে স্টিভ স্মিথরা। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হারের পরেই নেমে যেতে হল তাঁদের। তবে ভারতের মাটিতে খেলতে এসে ইংল্যান্ড সিরিজ হারলেও ক্রমতালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন জো রুটরা।

ক্রমতালিকায় ২ ধাপ ওপরে উঠে ষষ্ঠ স্থানে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৩ সালের পর এটাই তাদের সব চেয়ে ভাল ফল। পঞ্চম স্থান ধরে রেখেছে পাকিস্তান। সপ্তম স্থানে নেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। অষ্টম স্থানে শ্রীলঙ্কা। পাকিস্তানের কাছে সিরিজ হারা জিম্বাবোয়ে দশম স্থানে এবং নবম স্থানে রয়েছে বাংলাদেশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement