অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি বাংলাদেশের এক নম্বর ব্যাটসম্যান তামিম ইকবাল। হঠাৎই জ্বর আর ফুড পয়জনে কাবু হয়ে খেলার মতো অবস্থায় ছিলেন না তিনি। হারতে হয়েছিল সেই ম্যাচ। বিশ্বকাপে দুটো ম্যাচ খেলে একটিতেও জয় আসেনি বাংলাদেশের। এবার সামনে ভারত। তাই আর ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। ভারতের বিরুদ্ধে সৌম্য সরকারের সঙ্গে ব্যাট করতে দেখা যাবে তামিম ইকবালকেই। যদিও দুর্বলতা রয়েছে। কিন্তু তার মধ্যেই তাঁকে খেলতে নামতে হচ্ছে। এই ম্যাচ যেভাবে বাংলাদেশের জন্য ডু অর ডাই ঠিক তেমনই ভারতের জন্যও। তাই কোনও সুযোগ ছাড়তে নারাজ দুই পক্ষই।
বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছেন তামিম। ওমানের বিপক্ষে এসেছে প্রথম সেঞ্চুরি। এখনও পর্যন্ত যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ ও মূল পর্বের ম্যাচ মিলে মোট চারটি ম্যাচে তামিমের রান ২৭৫। সেদিক থেকে দেখতে গেলে ভারতের বিরুদ্ধে পুরো দল নিলেই নামছে বাংলাদেশ। যদিও তাসকিনের নির্বাসন বহাল রাখল আইসিসি।
আরও খবর
তাসকিনের উপর নিষেধাজ্ঞা বহাল রাখল আইসিসি