বিশ্বকাপ থেকে বাংলাদেশের প্রাপ্তি কী? এখন সে দেশের ক্রিকেটে এই প্রশ্নই ঘুরছে। পর পর হার। তিনটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপের শীর্ষে থাকা এই দল এখনও হারের মুখ দেখেনি। মানসিকভাবে ভেঙে পড়া বাংলাদেশের বিরুদ্ধেও জিতেই শেষ করবে কিউইরা এটাই আশা। দুই দলের কাছেই ম্যাচটি নিয়মরক্ষার। কিন্তু খালি হাতে ফিরতে হলেও গর্ব করার মতো এমন কিছু সঙ্গে নিয়ে যাবে বাংলাদেশ যা পুরো ক্রিকেট দলের আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করবে। জানেন কী মূলপর্বের একটিও ম্যাচ না জিতে এখনও পর্যন্ত বাংলাদেশের হাতেই রয়েছে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট। সঙ্গে রয়েছে অদম্য লড়াই পুরো দলের। যে লড়াই সাকিব, মাশরাফিরা ভারত আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিয়েছেন সেটা সত্যি মনে রাখার মতো।
এক রানে ভারতের কাছে হারটা যেন কিছুতেই হজম হচ্ছে না মাশরাফিদের। কিন্তু ব্যাক্তিগত সাফল্যের তালিকাটাই বাংলাদেশের প্রাপ্তি এই বিশ্বকাপ থেকে। গত কাল পর্যন্ত সেরা পাঁচ ব্যাটসম্যানের তিনজনই বাংলাদেশের। আর সেখানে শীর্ষ স্থান দখল করে বসে আছেন তামিম ইকবাল। ৫ ম্যাচে তামিমের রান ২৯২। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ শেহজাদ। তিনে রয়েছেন জো রুট। বাংলাদেশের সাব্বির রহমান রয়েছেন চার নম্বরে। পাঁচে রয়েছেন সাকিব আল হাসান। এটাই বুঝিয়ে দিচ্ছে পারফর্মেন্সের দিক থেকে বাংলাদেশ কিন্তু অনেককেই মাত দিয়ে ফেলেছে। রানের গড়েও রয়েছেন শীর্ষে তমিম। তাঁর গড় ৯৭.৩৩। শুধু ব্যাটিং নয় বোলিংয়েও শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান। ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে এখনও পর্যন্ত শীর্ষে তিনিই। একই সংখ্যক ম্যাচে একই সংখ্যক উইকেট নিয়ে আফগানিস্তানের মহম্মদ নবি রয়েছেন তাঁর সঙ্গে। তবে বাংলাদেশকে যেহেতু যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলতে হয়েছে সেহেতু তারা তিনটি ম্যাচ বেশি খেলেছে। সব মিলে ব্যাক্তি জায়গা থেকে কিন্তু বাজিমাত বাংলাদেশেরই।
আরও পড়ুন:
আইসিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিসিবি প্রধান