শ্রীলঙ্কা সফরে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন মাশরাফি মোর্তাজা।ছবি- এএফপি
শ্রীলঙ্কা সফরের জন্য নতুন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন মাশরাফি মোর্তাজা। তিনি ছিটকে যাওয়ায় তামিম ইকবালকে নতুন অধিনায়ক করা হল।
শুধু মাশরাফি নন, চোটের তালিকায় রয়েছেন মহম্মদ সইফউদ্দিন। পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার ফারহাদ রেজাকে তাঁদের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা সফরে চার জন নিয়মিত ক্রিকেটারকে দলে পাচ্ছে না বাংলাদেশ। মাশরাফি ও সইফউদ্দিন চোটের জন্য সরে গেলেও শাকিব আল হাসান এবং লিটন দাস ব্যক্তিগত কারণে এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন। শ্রীলঙ্কা সফরে মোট তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। শেষ ছ’টি ওয়ানডের মধ্যে তিনটি ওয়ানডেতে বাংলাদেশের কাছে পর্যুদস্ত হয়েছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন : ওভারথ্রো নিয়ে বিতর্ক, নিয়ম বদলাতে পারে এমসিসি