শরৎ কমল। —ফাইল ছবি।
চলতি বছরই জুলাইতে প্যারিসে বসবে অলিম্পিক্সের আসর। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের তরফে ভারতের পতাকাবাহক হিসেবে ঘোষণা করা হয়েছে টেবিল টেনিস তারকা শরৎ কমলের নাম। শুধু তাই নয়, লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী মেরি কমের নাম ঘোষণা করা হয়েছে ভারতের ‘শেফ দি মিশন’ হিসেবে। ডেপুটি ‘শেফ দি মিশন’ শিবা কেশবন। এক বিবৃতিতে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি টি উষা বলেছেন, “প্যারিস অলিম্পিক্সের জন্য যোগ্য ও সুপরিচিত আধিকারিকদের পেয়ে আমরা খুবই আনন্দিত।”
অন্য দিকে অলিম্পিক্সে সহজ গ্রুপেই পড়ল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে লিয়োনেল মেসিকে দেখা যাবে কি না স্পষ্ট নয়। টোকিয়ো অলিম্পিক্সে ফুটবলে সোনাজয়ী ব্রাজিল যোগ্যতাই অর্জন করতে পারেনি। বুধবারই আসন্ন অলিম্পিক্সের জন্য গ্রুপ বিন্যাস হয়।